এবার ৬৬ হাজার ৯৮৭ জন পরীক্ষার্থীর মধ্যে উর্ত্তীণ হয়েছে ২২ হাজার ৭৫৯ জন। ১৯৩ রোল নম্বরধারী শিক্ষার্থী ১৮১.৫ স্কোর পেয়ে মেধাতালিকায় প্রথম স্থান অধিকার করেছে। ফল পাওয়া যাবে অধিদপ্তরের ওয়েবসাইটে
Deprecated: strlen(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in
/home/admssnxp/smarty/en/templates_c/ab5c69275a0cc83e4d9fea88e059751a59eadf48.file.index.tpl.php on line
273
|
মেডিকেল ভর্তির ফল প্রকাশ |
মেডিকেল ও ডেন্টাল ভর্তির লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে পাস করেছে ২২ হাজার ৭৫৯ শিক্ষার্থী।
রোববার দুপুরে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন। এর আগে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক দ্বীন মোহাম্মদ নুরুল হক স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেকের হাতে ফলাফলের অনুলিপি হস্তান্তর করেন।
এবার ৬৬ হাজার ৯৮৭ জন পরীক্ষার্থীর মধ্যে উর্ত্তীণ হয়েছে ২২ হাজার ৭৫৯ জন। ১৯৩ রোল নম্বরধারী শিক্ষার্থী ১৮১.৫ স্কোর পেয়ে মেধাতালিকায় প্রথম স্থান অধিকার করেছে। ফল পাওয়া যাবে অধিদপ্তরের ওয়েবসাইটে www.dghs.gov.bd।
|
|
Post Date: 2014-10-27 12:30:30
Deprecated: strlen(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in
/home/admssnxp/smarty/en/templates_c/ab5c69275a0cc83e4d9fea88e059751a59eadf48.file.index.tpl.php on line
273
|
ঢাবির চারুকলায় ফল বিপর্যয়, ৯৭% ফেল |
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের অধীন ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। ফলাফলে দেখা গেছে ৯৭ শতাংশ পরীক্ষার্থীই অকৃতকার্য হয়েছেন।
এর আগে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের অধীন ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষাতেও ফল বিপর্যয় দেখা যায়। ওই ইউনিটে উত্তীর্ণ হন মাত্র ৯ শতাংশ পরীক্ষর্থী।
রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি অফিসে উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করেন।
এই ইউনিটে এ বছরের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন মাত্র ২২৬ জন শিক্ষার্থী। পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন সাত হাজার ২৯২ জন। পাসের হার ৩ দশমিক ১ শতাংশ। গত ১৩ সেপ্টেম্বর এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
|
|
Post Date: 2014-09-29 10:37:04
Deprecated: strlen(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in
/home/admssnxp/smarty/en/templates_c/ab5c69275a0cc83e4d9fea88e059751a59eadf48.file.index.tpl.php on line
273
|
১৬ সেপ্টেম্বর থেকে ভর্তির আবেদন |
আগামী ১৬ সেপ্টেম্বর থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথশ বর্ষ প্রথম সেমিস্টারের ভর্তি প্রক্রিয়া শুরু হবে। ১০ অক্টোবর পর্যন্ত চলবে এ আবেদন গ্রহণ।
আগামী ১৫ নভেম্বর একই দিনে সকাল সাড়ে ৯ টায় ‘এ’ ইউনিটের ও বেলা আড়াইটায় ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা বহুনির্বাচনী (এমসিকিউ) পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। পরীক্ষার হলে মোবাইল ফোন আনা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।
|
|
Post Date: 2014-09-06 10:37:04
ভর্তি কমিটির সিদ্ধান্তানুসারে, এ বছর মোবাইল অপারেটর টেলিটক থেকে মেসেজ এর মাধ্যমে আগামী ৬ সেপ্টেম্বর হতে ১৫ অক্টোবর পর্যন্ত আবেদন করতে হবে।
Deprecated: strlen(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in
/home/admssnxp/smarty/en/templates_c/ab5c69275a0cc83e4d9fea88e059751a59eadf48.file.index.tpl.php on line
273
|
ইবির ভর্তি পরীক্ষার আবেদন শুরু ৬ সেপ্টেম্বর |
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার আবেদনের দিন ঘোষণা করা হয়েছে। আগামী ৬ সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হবে। চলবে ১৫ অক্টোবর পর্যন্ত।
বুধবার বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষার্থীরা ৬ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবে। আর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৩ নভেম্বর হতে ২৭ নভেম্বর পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
|
|
Post Date: 2014-08-22 11:05:05
Deprecated: strlen(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in
/home/admssnxp/smarty/en/templates_c/ab5c69275a0cc83e4d9fea88e059751a59eadf48.file.index.tpl.php on line
273
|
কুয়েটে ভর্তি পরীক্ষা ৩১ অক্টোবর |
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং ও বিইউআরপি কোর্স এর ভর্তি পরীক্ষার আগামী ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে।
ভর্তিচ্ছুরা আগামী ২৩ সেপ্টম্বর সকাল ১০টা থেকে আবেদনপত্র অনলাইনে পূরণ ও জমাপ্রদান শুরু করতে পারবে। আবেদন করা যাবে ১৪ অক্টোবর মঙ্গলবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মনোজ কুমার মজুমদার বিষয়টি নিশ্চিত করে বাংলামেইলকে আরও জানান, মোবাইলে ক্ষুদে বার্তা (এসএমএস) এর মাধ্যমে আবেদন ফি দেয়ার শেষ সময় আগামী ১৫ অক্টোবর বুধবার রাত ১১টা ৫৯ মিনিট। আগামী ২০ অক্টোবর সোমবার প্রকাশ করা হবে ভর্তি পরীক্ষায় অংশগ্রহনের জন্য নির্বাচিত যোগ্য প্রার্থীদের নামের তালিকা।
|
|
Post Date: 2014-08-21 11:05:05
Deprecated: strlen(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in
/home/admssnxp/smarty/en/templates_c/ab5c69275a0cc83e4d9fea88e059751a59eadf48.file.index.tpl.php on line
273
|
মেডিকেলে ভর্তি পরীক্ষা ২৪ অক্টোবর |
দেশের মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির পরীক্ষা আগামী ২৪ অক্টোবর অনুষ্ঠিত হবে। আজ বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (শিক্ষা) এ বি এম আবদুল হান্নান প্রথম আলোকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ভর্তি পরীক্ষার তারিখ ঠিক করতে আজ দুপুর ১২টা থেকে বেলা দুইটা পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বৈঠক হয়। এতে সভাপতিত্ব করেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। |
|
Post Date: 2014-08-21 05:05:05
Deprecated: strlen(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in
/home/admssnxp/smarty/en/templates_c/ab5c69275a0cc83e4d9fea88e059751a59eadf48.file.index.tpl.php on line
273
|
মেডিকেলে ভর্তি পরীক্ষা ২৪ অক্টোবর |
দেশের মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির পরীক্ষা আগামী ২৪ অক্টোবর অনুষ্ঠিত হবে। আজ বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (শিক্ষা) এ বি এম আবদুল হান্নান কে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ভর্তি পরীক্ষার তারিখ ঠিক করতে আজ দুপুর ১২টা থেকে বেলা দুইটা পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বৈঠক হয়। এতে সভাপতিত্ব করেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
|
|
Post Date: 2014-08-20 11:10:05
Deprecated: strlen(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in
/home/admssnxp/smarty/en/templates_c/ab5c69275a0cc83e4d9fea88e059751a59eadf48.file.index.tpl.php on line
273
|
খুবিতে শুরু হচ্ছে অনলাইনে আবেদন |
খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণিতে প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার আবেদন অনলাইনে জমাদান কার্যক্রম ২০ আগস্ট থেকে শুরু হচ্ছে।
আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদনপত্র জমা দেয়া যাবে। এই সময়ের মধ্যে প্রিপেইড টেলিটক মোবাইল সিমের মাধ্যমে এসএমএস করে আবেদন করা যাবে।
খুবির জনসংযোগ পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান বাংলামেইলকে জানান, ভর্তির আবেদন নিয়মাবলীসহ এ বিষয়ে বিস্তারিত তথ্যাবলী খুলনা বিশ্ববিদ্যালয় ওয়েব সাইটে (www.ku.ac.bd) পাওয়া যাবে।
|
|
Post Date: 2014-08-20 11:05:05
Deprecated: strlen(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in
/home/admssnxp/smarty/en/templates_c/ab5c69275a0cc83e4d9fea88e059751a59eadf48.file.index.tpl.php on line
273
|
পবিপ্রবিতে ১ম বর্ষের ভর্তি পরীক্ষা ৫ ডিসেম্বর |
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৫ ডিসেম্বর শুক্রবার অনুষ্ঠিত হবে।
রবিবার রেজিস্ট্রার মোঃ নওয়াব আলী সাংবাদিকদের জানান, ‘বিশ্ববিদ্যালয়ের ৭টি অনুষদকে ৩টি ইউনিটে বিভক্ত করে এবারের ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। ৫ ডিসেম্বর শুক্রবার ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত, ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১২টা থেকে ১টা পর্যন্ত, এবং ‘সি’ ইউনিটের |
|
Post Date: 2014-08-19 11:10:05
Deprecated: strlen(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in
/home/admssnxp/smarty/en/templates_c/ab5c69275a0cc83e4d9fea88e059751a59eadf48.file.index.tpl.php on line
273
|
চবির ভর্তি আবেদন শুরু ৪ সেপ্টেম্বর |
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন ৪ সেপ্টেম্বর থেকে শুরু হবে।
সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের তথ্য ও ফটোগ্রাফি বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ভর্তি পরীক্ষায় অংশ নেয়ার জন্য আবেদন করা যাবে ২৬ সেপ্টেম্বর রাত ১২ পর্যন্ত। এ সময়ের মধ্যে আবেদনকারীরা মুঠোফোনের টেলিটক অপারেটর থেকে এসএমএসের মাধ্যমে আগ্রহী শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এসএসসি বা সমমন এবং এইচএসসি বা সমমান ও অন্যান্য সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাই কেবল ভর্তি পরীক্ষায় আবেদন করতে পারবে। ভর্তি পরীক্ষা আগামী ২৭ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে।
|
|
Post Date: 2014-08-19 11:05:05
Deprecated: strlen(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in
/home/admssnxp/smarty/en/templates_c/ab5c69275a0cc83e4d9fea88e059751a59eadf48.file.index.tpl.php on line
273
|
১৮ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা |
ইতোমধ্যে প্রায় ১৮টি সরকারি প্রতিষ্ঠানের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, খুলনা, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি, বরিশাল বিশ্ববিদ্যালয়, চুয়েট, বুয়েট, রুয়েট, কুয়েট, মেডিকেলসহ ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তির তারিখ ঘোষণা হয়েছে। নিম্নে তুলে ধরা হলো। |
|
Post Date: 2014-08-18 11:05:05
Deprecated: strlen(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in
/home/admssnxp/smarty/en/templates_c/ab5c69275a0cc83e4d9fea88e059751a59eadf48.file.index.tpl.php on line
273
|
খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ৩০ অক্টোবর |
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার উপাচার্য মো. ফায়েক উজ্জামানের সভাপতিত্বে ভর্তি পরীক্ষা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয় এক বিবৃতিতে জানায়, ২০ আগস্ট থেকে ২০ সেপ্টেম্বরের মধ্যে মুঠোফোন প্রতিষ্ঠান টেলিটকের প্রিপেইড নম্বর থেকে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে আবেদন করা যাবে। এরপর ৩০ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। |
|
Post Date: 2014-08-17 12:05:05
Deprecated: strlen(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in
/home/admssnxp/smarty/en/templates_c/ab5c69275a0cc83e4d9fea88e059751a59eadf48.file.index.tpl.php on line
273
|
৫ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ও আবেদনের তারিখ ঘোষণা |
২০১৪-১৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা ও আবেদনের তারিখ ঘোষণা শুরু হয়েছে। এর কয়েকটি উল্লেখ করা হলো। অনিবার্য কারণে ভর্তি পরীক্ষার তারিখ বদল হতে পারে। বিশ্ববিদ্যালয় সমূহ হচ্ছে- ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। নিন্মে তুলে ধরা হল।
|
|
Post Date: 2014-08-17 11:05:05
Deprecated: strlen(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in
/home/admssnxp/smarty/en/templates_c/ab5c69275a0cc83e4d9fea88e059751a59eadf48.file.index.tpl.php on line
273
|
রাবিতে ভর্তির আবেদন ২৫ আগস্ট শুরু |
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণিতে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ২৫ আগস্ট। চলবে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। আগামী ১৯ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত এসএসসি/সমমান এবং ২০১৩ ও ২০১৪ সালের এইচএসসি/সমমান, আলিম ও অন্যান্য সমমান পরীক্ষায় উত্তীর্ণরা ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন।
|
|
Post Date: 2014-08-17 11:05:05
Deprecated: strlen(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in
/home/admssnxp/smarty/en/templates_c/ab5c69275a0cc83e4d9fea88e059751a59eadf48.file.index.tpl.php on line
273
Deprecated: strlen(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in
/home/admssnxp/smarty/en/templates_c/ab5c69275a0cc83e4d9fea88e059751a59eadf48.file.index.tpl.php on line
274
|
জাবিতে ভর্তি পরীক্ষার ফরম বিতরণ ১৭ আগস্ট শুরু |
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ২০১৪-১৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার ফরম বিতরণ ১৭ আগস্ট সকাল ১০টা থেকে শুরু হবে। চলবে ৩১ আগস্ট রাত ১২টা পর্যন্ত।
এবারের ভর্তি পরীক্ষায় কলা ও মানবীকি অনুষদ ছাড়া সব অনুষদে ইউনিট ভিত্তিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
তবে দুই দিন পরে বিস্তারিত প্রজ্ঞাপন জারির মাধ্যমে জানানো হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।
|
|
Post Date: 2014-08-10 11:05:05
Deprecated: strlen(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in
/home/admssnxp/smarty/en/templates_c/ab5c69275a0cc83e4d9fea88e059751a59eadf48.file.index.tpl.php on line
273
Deprecated: strlen(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in
/home/admssnxp/smarty/en/templates_c/ab5c69275a0cc83e4d9fea88e059751a59eadf48.file.index.tpl.php on line
274
|
রাজধানীর বেসরকারি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত সমস্যা সমাধানের দাবি জানানোয় তিন ছাত্রকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। |
এ ঘটনার প্রতিবাদে মুখে কালো কাপড় বেধে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
বুধবার দুপুরে আফতাবনগর বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময় তিন ছাত্রের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানিয়ে শিক্ষার্থীরা বলেন, তাদের বর্তমান সেমিস্টারে ক্লাস ও পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দিতে হবে।
শিক্ষার্থীরা জানান, অবকাঠামোগত সমস্যা সমাধানের জন্য গত মে মাসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে দাবি তুলেন শিক্ষার্থীরা।
প্রথমদিকে দাবি না মানায় আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। এরপর জুলাই মাসে সমস্যা সমাধান করে কর্তৃপক্ষ। কিন্তু আন্দোলনে নেতৃত্ব দেওয়ায় গত ২৪ জুলাই তিন ছাত্রকে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
|
|
Post Date: 2014-08-06 11:05:05
Deprecated: strlen(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in
/home/admssnxp/smarty/en/templates_c/ab5c69275a0cc83e4d9fea88e059751a59eadf48.file.index.tpl.php on line
273
Deprecated: strlen(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in
/home/admssnxp/smarty/en/templates_c/ab5c69275a0cc83e4d9fea88e059751a59eadf48.file.index.tpl.php on line
274
|
জাবির ভর্তি পরীক্ষা ১৩ থেকে ২৫ সেপ্টেম্বর |
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির জন্য লিখিত পরীক্ষা আগামী ১৩ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। ভর্তির জন্য আবেদন করার নিয়মাবলী ও ভর্তি পরীক্ষার বিস্তারিত সময়সূচি দৈনিক সংবাদপত্র ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.juniv.edu) পাওয়া যাবে। |
|
Post Date: 2014-06-25 02:05:05
Deprecated: strlen(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in
/home/admssnxp/smarty/en/templates_c/ab5c69275a0cc83e4d9fea88e059751a59eadf48.file.index.tpl.php on line
273
Deprecated: strlen(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in
/home/admssnxp/smarty/en/templates_c/ab5c69275a0cc83e4d9fea88e059751a59eadf48.file.index.tpl.php on line
274
|
রাবি’র ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ১৯-২৫ অক্টোবর |
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষা আগামী ১৯ থেকে ২৫ অক্টোবর ২০১৪ তারিখের মধ্যে অনুষ্ঠিত হবে। মঙ্গলবার ভিসি দপ্তরে অনুষ্ঠিত ভর্তি উপ-কমিটির এক সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়। বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন এ সভায় সভাপতিত্ব করেন। ভর্তি সম্পর্কিত বিস্তারিত তথ্য বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ করা হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.ru.ac.bd থেকেও তা জানা যাবে। |
|
Post Date: 2014-06-14 10:05:05
Deprecated: strlen(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in
/home/admssnxp/smarty/en/templates_c/ab5c69275a0cc83e4d9fea88e059751a59eadf48.file.index.tpl.php on line
273
|
খুবিতে স্নাতকে ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ |
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষে প্রথমবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে।
আগামী ২৮ থেকে ৩১ অক্টোবর ও ১ নভেম্বর এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। আবেদনের তারিখ ২০ আগস্ট থেকে ২০ অক্টোবর পর্যন্ত।
খুবির জনসংযোগ বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এসএম আতিয়ার রহমান জানান, চলতি বছর (২০১৪) অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার ফলাফল ঘোষণার পর খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার নিয়মাবলীসহ |
|
Post Date: 2014-06-12 12:05:05
Deprecated: strlen(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in
/home/admssnxp/smarty/en/templates_c/ab5c69275a0cc83e4d9fea88e059751a59eadf48.file.index.tpl.php on line
273
|
ঢাবিতে ভর্তির আবেদন প্রক্রিয়া ১৪ আগস্ট থেকে |
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাকা) ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে অনলাইনের মাধ্যমে প্রার্থীদের ভর্তির আবেদন প্রক্রিয়া আগামী ১৪ আগস্ট শুরু হবে এবং ৩১ আগস্ট ২০১৪ পর্যন্ত অব্যাহত থাকবে।
রোববার বিকেলে উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভার সিদ্ধান্ত অনুযায়ী এ বছর |
|
Post Date: 2014-06-02 12:15:05
সাব্বির হাসান শনিবারই ফেইসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন, “চলে যাচ্ছি দোস্ত ! একদম নেটওয়ার্কের বাইরে !!”। তার সেই স্ট্যাটাসের ওপর কমেন্ট এসেছে- “চোখের পানি ধরে রাখতে পারছি না।”
Deprecated: strlen(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in
/home/admssnxp/smarty/en/templates_c/ab5c69275a0cc83e4d9fea88e059751a59eadf48.file.index.tpl.php on line
273
|
‘চলে যাচ্ছি দোস্ত, নেটওয়ার্কের বাইরে’ |
রাহাত খান অমিতের মতো অনেকেই মেনে নিতে পারছেন না সাব্বিরের এই প্রস্থান। আর এই স্ট্যাটাসগুলোর মধ্যে তার স্মৃতি হাতড়ে বেড়াচ্ছেন স্বজনরা।
সোমবার সেন্ট মার্টিন দ্বীপে বেড়াতে গিয়ে গোসলে নেমে নিখোঁজ হন ঢাকার আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চার ছাত্র, তাদের একজন সাব্বির।
কম্পিউটার বিজ্ঞান বিভাগের এই ছাত্রের বাসা রাজধানীর মোহাম্মদপুরে। সেখানে গিয়ে দেখা যায় মা সেলিনা আক্তার শুধু কাঁদছেন।
|
|
Post Date: 2014-04-15 03:05:05
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ১৬ ফেব্রুয়ারি শুরু হয়ে ২ মার্চ পর্যন্ত চলবে।
Deprecated: strlen(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in
/home/admssnxp/smarty/en/templates_c/ab5c69275a0cc83e4d9fea88e059751a59eadf48.file.index.tpl.php on line
273
|
জাবি’র ভর্তি পরীক্ষা ১৬ ফেব্রুয়ারি শুরু |
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ১৬ ফেব্রুয়ারি শুরু হয়ে ২ মার্চ পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত পরীক্ষা চলবে। উপরেজিস্ট্রার (শিক্ষা) মোহামঞ্চদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এবার ছয়টি অনুষদের অধীনে ৩৪টি বিভাগ ও দুটি ইনস্টিটিউটটে ভর্তি পরীক্ষা হবে। পরীক্ষার আগের দিন যেকোনো অপারেটরের মুঠোফোন থেকে খুদে বার্তার মাধ্যমে পরীক্ষার আসনবিন্যাস জানা যাবে। এ ছাড়া ভর্তি পরীক্ষাসংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.junive.ed) থেকে।
|
|
Post Date: 2014-02-10 02:30:05
পরিদর্শন প্রতিবেদন পাওয়ার আগ পর্যন্ত এসব কলেজের ‘২০১৩-২০১৪ শিক্ষা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো’।
Deprecated: strlen(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in
/home/admssnxp/smarty/en/templates_c/ab5c69275a0cc83e4d9fea88e059751a59eadf48.file.index.tpl.php on line
273
|
১৪ বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের কার্যক্রম স্থগিত করতে লিখিত নির্দেশ |
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় ১৩টি বেসরকারি মেডিকেল ও একটি ডেন্টাল কলেজের কার্যক্রম স্থগিত করার লিখিত নির্দেশ দিয়েছে।
মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মাহফুজা আকতার স্বাক্ষরিত এই নির্দেশ ইতিমধ্যে কলেজগুলোতে পৌঁছেছে বলে জানা গেছে। কলেজগুলো পরিদর্শনে চারটি পরিদর্শন দল গঠন করেছে মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের ৩০ জানুয়ারির চিঠিতে বলা হয়েছে, ১৩টি মেডিকেল কলেজ ও একটি ডেন্টাল কলেজ পরিদর্শনের জন্য চারটি পরিদর্শন দল গঠন করা হয়েছে। এই দলে মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) এবং সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি আছেন।
|
|
Post Date: 2014-02-05 03:05:05
আগামী ৭ মার্চ এমবিএ (সান্ধ্যকালীন) কোর্সে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
Deprecated: strlen(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in
/home/admssnxp/smarty/en/templates_c/ab5c69275a0cc83e4d9fea88e059751a59eadf48.file.index.tpl.php on line
273
|
২ ফেব্রুয়ারি থেকে ঢাবির সন্ধাকালীন এমবিএ ভর্তির আবেদন শুরু |
ঢাকা বিশ্ববিদ্যালয়ের(ঢাবি) ব্যবসায় প্রশাসন অনুষদের অধীনে এমবিএ(সান্ধ্যকালীন) কোর্স এর ভর্তি আবেদন ২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে। বুধবার ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন প্রফেসর শিবলী রুবায়য়াত ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এমবিএ (সান্ধ্যকালীন) কোর্স এর ২৭ তম ব্যাচে ভর্তির জন্য ২ ফেব্রুয়ারি থেকে ভর্তিচ্ছুরা আবেদন করতে পারছে।
ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন অফিস সূত্রে জানা যায়, ভর্তিচ্ছুরা ২ ফেব্রুয়ারি থেকে ১৩ জানুয়ারী এর মধ্যে সোনালী ব্যাংকে ১০০০ টাকা জমা দিয়ে ভর্তি ফরম সংগ্রহ করতে হবে। ফরম পূরণ করে তা ১৬ ফেব্রুয়ারির মধ্যে ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন অফিসে জমা দিতে হবে।
|
|
Post Date: 2014-02-03 06:10:05
Deprecated: strlen(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in
/home/admssnxp/smarty/en/templates_c/ab5c69275a0cc83e4d9fea88e059751a59eadf48.file.index.tpl.php on line
273
|
২ ফেব্রুয়ারি থেকে আসসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফরম বিতরণ শুরু |
আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফরম বিতরণের তারিখ প্রকাশ করা হয়েছে। ২ ফেব্রুয়ারী থেকে ২০ ফেব্রুয়ারী পর্যন্ত ভর্তি ফরম বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে এই তথ্য প্রকাশ করা হয়।
প্রতিবারের মত এবারের ভর্তি ফরমের মূল্য ৫০০টাকা নির্ধারন করা হয়েছে। কিন্তু বাড়ানো হেয়েছে সেমিস্টার ফি। গতবার এর চেয়ে বেড়েছে প্রায় দেড় লাখ টাকা। বিষয় ভিত্তিক সেমিস্টার ফি নিচে দেয়া হলো:
স্থাপত্য বিদ্যা বিভাগ : ৮,২৮,০০০ টাকা। বাকি সব প্রকৌশল বিভাগের জন্য ৬,৬৭,০০০ টাকা এবং বিবিএ এর জন্য নির্ধারন করা হয়েছে ৫,৩২,০০০ টাকা।
|
|
Post Date: 2014-01-30 06:45:05
পূরণকৃত ফরমটি স্ক্যান করে ubarisal@gmail.com / ubarisal@gmail1.com ই-মেইলসমূহের যে কোনো একটিতে ৩০ ডিসেম্বর দুপুর ১২.০০টার মধ্যে প্রেরণ করতে হবে।
Deprecated: strlen(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in
/home/admssnxp/smarty/en/templates_c/ab5c69275a0cc83e4d9fea88e059751a59eadf48.file.index.tpl.php on line
273
|
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম শুরু |
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। প্রাথমিকভাবে বিভাগ চয়েজ ফরম পূরনের সময়সূচি প্রকাশ করা হয়েছে। ৩০ ডিসেম্বরের মধ্যে যে কোনো দিন (শুক্রবার ব্যতীত) অফিস চলাকালীন সময়ে সশরীরে বিশ্ববিদ্যালয়ের ভর্তি শাখায় উপস্থিত হয়ে ১কপি সত্যায়িত ছবি, ভর্তি পরীক্ষার সত্যায়িত প্রবেশপত্র, এসএসসি ও এইচএসসি-এর সত্যায়িত মার্কশিটসহ একটি চয়েস ফরম পূরণ করে জমা দিয়ে যেতে হবে। চয়েস ফরম বিশ্ববিদ্যালয়ের ভর্তি শাখায় বিনামূল্যে পাওয়া যাবে।
শিক্ষার্থীদের পক্ষে সশরীরে উপস্থিত হওয়া সম্ভব না হলে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের ডাউনলোড লিংকে সংযুক্ত চয়েস ফরমটি ডাউনলোড করে প্রিন্ট করতে হবে। প্রিন্টেড ফরমটি যথাযথভাবে পূরণ করতে হবে। পূরণকৃত ফরমটি স্ক্যান করে ubarisal@gmail.com / ubarisal@gmail1.com ই-মেইলসমূহের যে কোনো একটিতে ৩০ ডিসেম্বর দুপুর ১২.০০টার মধ্যে প্রেরণ করতে হবে।
|
|
Post Date: 2013-12-28 03:25:05
NU <স্পেস > SEAT <স্পেস > CollegeCode <স্পেস > ExamRoll Send to 16222
Example: NU SEAT 6410 70042 Send to 16222
Deprecated: strlen(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in
/home/admssnxp/smarty/en/templates_c/ab5c69275a0cc83e4d9fea88e059751a59eadf48.file.index.tpl.php on line
273
|
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষে অনার্স ১ম বর্ষ ভর্তি পরীক্ষার সিট-প্ল্যান |
আগামী ২৭ ডিসেম্বর শুক্রবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যায়, ভর্তি পরীক্ষার সময়কাল বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত (১ ঘন্টা)।
আপনি যদি একজন পরীক্ষার্থী হন তাহলে এই লিংকে গিয়ে আপনার ভর্তি পরীক্ষার রোল নাম্বার এন্টার করে সীট প্ল্যান (কেন্দ্র) সম্পর্কিত তথ্য জানতে পারবেন।
অথবা, আপনার ভর্তি পরীক্ষার রোল/ পিন পুনরুদ্ধার করতে চাইলে এই লিংক ভিজিট করুন।
http://app.nu.edu.bd/nu-web/pinRetrievalForm
|
|
Post Date: 2013-12-25 07:39:05
Deprecated: strlen(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in
/home/admssnxp/smarty/en/templates_c/ab5c69275a0cc83e4d9fea88e059751a59eadf48.file.index.tpl.php on line
273
Deprecated: strlen(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in
/home/admssnxp/smarty/en/templates_c/ab5c69275a0cc83e4d9fea88e059751a59eadf48.file.index.tpl.php on line
274
|
শাবিতে গুচ্ছ পদ্ধতি পুনর্বহাল, জাফর ইকবালের পদত্যাগপত্র প্রত্যাহার |
শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতি পুর্নবহালের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গুচ্ছ পদ্ধতি চালুর সিদ্ধান্ত নিল শাবি কর্তৃপক্ষ। তবে পরীক্ষার তারিখ পরে ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।
বুধবার দুপুর দুইটায় একাডেমিক কাউন্সিলের সভা শেষে সিন্ডিকেট সদস্য ও পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. কবির হোসেন শিক্ষার্থীদের এ সিদ্ধান্তের কথা জানান।
অন্য দিকে পদত্যাগপত্র প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন অধ্যাপক ড. জাফর ইকবাল ও তার স্ত্রী ইয়াসমিন হক। অধ্যাপক জাফর ইকবাল বলেন, বৃহত্তর স্বার্থ বিবেচনা করে পদত্যাগপত্র প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি।
|
|
Post Date: 2013-11-28 05:43:05
প্রতিবছরের ন্যায় এবারো ‘এ’ ও ‘বি’ এই দুটি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ইউনিটে ৭০ টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ১ হাজার ২০১টি। এ ইউনিটে প্রতি আসনে লড়বে ১৭জন শিক্ষার্থী।
Deprecated: strlen(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in
/home/admssnxp/smarty/en/templates_c/ab5c69275a0cc83e4d9fea88e059751a59eadf48.file.index.tpl.php on line
273
|
যবিপ্রবির ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়বে ১৯জন শিক্ষার্থী |
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণের সময়সীমা শেষ হয়েছে। ৬১০টি আসনের বিপরীতে আবেদন পত্র জমা পড়েছে ১১ হাজার ৩৩৮টি। সে হিসাবে প্রতিটি আসনের বিপরীতে লড়বে ১৯জন শিক্ষার্থী। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটি সূত্রে এ তথ্য জানা গেছে। আগামী ৩০ অক্টোবর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।প্রতিবছরের ন্যায় এবারো ‘এ’ ও ‘বি’ এই দুটি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ইউনিটে ৭০ টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ১ হাজার ২০১টি। এ ইউনিটে প্রতি আসনে লড়বে ১৭জন শিক্ষার্থী। |
|
Post Date: 2013-10-27 07:55:05
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৭ ডিসেম্বর থেকে শুরু হবে। চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত। এ ছাড়াও ভর্তি পরীক্ষার আবেদন করার সময়সীমা বৃদ্ধি করে ৫ নভেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
Deprecated: strlen(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in
/home/admssnxp/smarty/en/templates_c/ab5c69275a0cc83e4d9fea88e059751a59eadf48.file.index.tpl.php on line
273
Deprecated: strlen(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in
/home/admssnxp/smarty/en/templates_c/ab5c69275a0cc83e4d9fea88e059751a59eadf48.file.index.tpl.php on line
274
|
আবেদনের সময় বাড়লঃ ১৭ ডিসেম্বর থেকে জাবির ভর্তি পরীক্ষা শুরু |
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৭ ডিসেম্বর থেকে শুরু হবে। চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত। এ ছাড়াও ভর্তি পরীক্ষার আবেদন করার সময়সীমা বৃদ্ধি করে ৫ নভেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
রবিবার উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেনের সভাপতিত্বে ভর্তি কমিটির এক সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
জানা যায়, ২ নভেম্বর হতে ৯ নভেম্বর পর্যন্ত জাবির ভর্তি পরীক্ষা হওয়ার কথা ছিল। আবেদন করার শেষ সময় ছিল ২৮ অক্টোবর পর্যন্ত। তবে কেন ভর্তি পরীক্ষার তারিখ ও আবেদনের সময়সীমা পিছানো হয়েছে সে বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। তবে অনেকের ধারনা বিশ্ববিদ্যালয়টির চলমান অবস্থার কথা বিবেচনা করে ভর্তি পরীক্ষার সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।
এ ছাড়া ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট (www.juniv.edu/admission) পাওয়া যাবে।
|
|
Post Date: 2013-10-27 06:55:05