/home/admssnxp/smarty/en/templates_c/fbb41b938159df723fcd0924c64def671fc3756d.file.singlelink.tpl.php on line
226
Warning: Attempt to read property "value" on null in
/home/admssnxp/smarty/en/templates_c/fbb41b938159df723fcd0924c64def671fc3756d.file.singlelink.tpl.php on line
226
link_
Warning: Undefined array key "zebra" in
/home/admssnxp/smarty/en/templates_c/fbb41b938159df723fcd0924c64def671fc3756d.file.singlelink.tpl.php on line
227
Warning: Attempt to read property "value" on null in
/home/admssnxp/smarty/en/templates_c/fbb41b938159df723fcd0924c64def671fc3756d.file.singlelink.tpl.php on line
227
">
|
খুবিতে শুরু হচ্ছে অনলাইনে আবেদন |
খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণিতে প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার আবেদন অনলাইনে জমাদান কার্যক্রম ২০ আগস্ট থেকে শুরু হচ্ছে।
আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদনপত্র জমা দেয়া যাবে। এই সময়ের মধ্যে প্রিপেইড টেলিটক মোবাইল সিমের মাধ্যমে এসএমএস করে আবেদন করা যাবে।
খুবির জনসংযোগ পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান বাংলামেইলকে জানান, ভর্তির আবেদন নিয়মাবলীসহ এ বিষয়ে বিস্তারিত তথ্যাবলী খুলনা বিশ্ববিদ্যালয় ওয়েব সাইটে (www.ku.ac.bd) পাওয়া যাবে।
|
|
Post Date: 2014-08-20 11:05:05
তিনি জানান, নির্ধারিত সিডিউল অনুযায়ী ভর্তি পরীক্ষার প্রথম দিন আগামী ৩০ অক্টোবর সকাল ৯টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা অনুষদ এবং একই দিন বিকেল ৩টা থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত জীব বিজ্ঞান অনুষদ, ৩১ অক্টোবর সকাল ৯টা ৩০ মিনিট থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত কলা ও মানবিক অনুষদ এবং একই দিন বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত সামাজিক বিজ্ঞান অনুশদ, ১ নভেম্বর সকাল ৯টা ৩০মিনিট থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন অনুষদ এবং একই দিন বিকেল ৩টা থেকে ৪টা ৩০মিনিট পর্যন্ত চারুকলা অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এস এম আতিয়ার রহমান আরো জানান, এ বছর ২৪টি ডিসিপ্লিনে আসন সংখ্যা এক হাজার ২৭টি। এ বছর ৪৮টি আসন বেড়েছে। গত বছর ২১টি ডিসিপ্লিন ও একটি ইনস্টিটিউটে মোট আসন ছিল ৯৭৯টি।