/home/admssnxp/smarty/en/templates_c/fbb41b938159df723fcd0924c64def671fc3756d.file.singlelink.tpl.php on line 
226
Warning:  Attempt to read property "value" on null in 
/home/admssnxp/smarty/en/templates_c/fbb41b938159df723fcd0924c64def671fc3756d.file.singlelink.tpl.php on line 
226
 link_
Warning:  Undefined array key "zebra" in 
/home/admssnxp/smarty/en/templates_c/fbb41b938159df723fcd0924c64def671fc3756d.file.singlelink.tpl.php on line 
227
Warning:  Attempt to read property "value" on null in 
/home/admssnxp/smarty/en/templates_c/fbb41b938159df723fcd0924c64def671fc3756d.file.singlelink.tpl.php on line 
227
">
	
ভর্তি কমিটির সিদ্ধান্তানুসারে, এ বছর মোবাইল অপারেটর টেলিটক থেকে মেসেজ এর মাধ্যমে আগামী ৬ সেপ্টেম্বর হতে ১৫ অক্টোবর পর্যন্ত আবেদন করতে হবে। 
                
    	
        	|  | 
            	| ইবির ভর্তি পরীক্ষার আবেদন শুরু ৬ সেপ্টেম্বর |  | ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার আবেদনের দিন ঘোষণা করা হয়েছে। আগামী ৬ সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হবে। চলবে ১৫ অক্টোবর পর্যন্ত।
বুধবার বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষার্থীরা ৬ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবে। আর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৩ নভেম্বর হতে ২৭ নভেম্বর পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। |  | 
     
     
Post Date: 2014-08-22 11:05:05
          বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটি সূত্র জানায়, বুধবার বিশ্ববিদ্যালয়ের ভিসির সভাকক্ষে ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. মো. শাহিনুর রহমানসহ কেন্দ্রীয় ভর্তি কমিটির সম্মানিত সদস্যবৃন্দ। সভা পরিচালনা করেন ভর্তি কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার ড. মো. মসলেম উদ্দিন।
ভর্তি কমিটির সিদ্ধান্তানুসারে, এ বছর মোবাইল অপারেটর টেলিটক থেকে মেসেজ এর মাধ্যমে আগামী ৬ সেপ্টেম্বর হতে ১৫ অক্টোবর পর্যন্ত আবেদন করতে হবে এবং ২৫ অক্টোবর হতে ১৫ নভেম্বর পর্যন্ত প্রবেশপত্র দেওয়া হবে। আগামী ২৩ নভেম্বর হতে ২৭ নভেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ বছর প্রতিটি ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪০০ (চারশত) টাকা। ২০১৩ সালে এবং ২০১৪ সালে যারা এইচএসসি পাস করেছে এবং ২০০৮ বা তৎপরবর্তীতে যারা এসএসসি পাস করেছে তারাই আবেদন করতে পরবে। এ বছর ২২টি বিভাগের ৮টি ইউনিটে ১ হাজার ৪৬৫ আসনে ভর্তির জন্য পরীক্ষা গ্রহণ করা হবে।
এছাড়া পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে ২ ডিসেম্বরের মধ্যে। ক্লাস শুরু হবে ২৬ জানুয়ারি। মেধা তালিকায় উত্তীর্ণদের সাক্ষাৎকার ৭ ডিসেম্বর হতে ১১ ডিসেম্বর পর্যন্ত। ভর্তি কার্যক্রম চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত। বিভাগ পরিবর্তনের কার্যক্রম চলবে ২০ ডিসেম্বর হতে ২৪ ডিসেম্বর পর্যন্ত। অপেক্ষমান মেধা তালিকায় উত্তীর্ণদের সাক্ষাতকার ও ভর্তি ৫ জানুয়ারি হতে ২২ জানুয়ারি ২০১৫ পর্যন্ত।
মৌখিক পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো হবে।