গবেষণাভিত্তিক এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ছবি প্রক্রিয়া করার নতুন অ্যালগরিদম তৈির করে সমস্যাটির সমাধান দিতে হয়েছে৷ অ্যালগরিদম যাচাই করার জন্য মোট ১২০টি পরীক্ষামূলক ছবি বিশ্লে¬ষণ করতে হয়েছে।
Deprecated: strlen(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in
/home/admssnxp/smarty/en/templates_c/ab5c69275a0cc83e4d9fea88e059751a59eadf48.file.index.tpl.php on line
273
|
আন্তর্জাতিক প্রতিযোগিতায় বুয়েটের শীর্ষস্থান |
বাংলাদেশের শিক্ষার্থীরা যে আন্তর্জাতিক প্রতিযোিগতায় সাফল্য পেতে পারেন, তার আরও একটি প্রমাণ পাওয়া গেল এবারের ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারস—আইইইই আয়োজিত ‘সিগন্যাল প্রসেসিং কাপ’ প্রতিযোিগতায়। গত ৪ থেকে ৯ মে ইতালির ফ্লোরেন্স শহরে অনুষ্ঠিত হয়েছে আইইইই আন্তর্জাতিক অ্যাকুস্টিক, স্পিচ ও সিগন্যাল প্রসেসিং সম্মেলন৷ এই সম্মেলনের সঙ্গে এবারই প্রথমবারের মতো আয়োজন করা হয়েছিল সিগন্যাল প্রসেসিং |
|
Post Date: 2014-06-28 01:05:05
এই বিশ্বজয়ী হাফেজ মাত্র ২ বছরে কুরআনের ৩০ পারা মুখস্থ করতে সক্ষম হন।
Deprecated: strlen(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in
/home/admssnxp/smarty/en/templates_c/ab5c69275a0cc83e4d9fea88e059751a59eadf48.file.index.tpl.php on line
273
|
বিশ্বসেরা হাফেজ বাংলাদেশী সাকিব |
পিএইচপি কুরআনের আলো অনুষ্ঠানের মাধ্যমে সৃষ্ট প্রতিভা হাফেজ নাজমুস সাকিব সারা বিশ্বের মধ্য হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন।
শনিবার বিকালে ঢাকা রিপোটার্স ইউনিটেতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পিএইচপি ফ্যামিলির পরিচালক মোহাম্মদ আলী হোসেন চৌধুরী।
এ প্রতিযোগিতায় বিশ্বের ৭০ টিরও অধিক দেশের হাফেজগণ অংশগ্রহণ করেন। সাকিব মংমনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার ইতাইল গ্রামে ২০০১ সালে জন্মগ্রহন করেন। এই বিশ্বজয়ী হাফেজ মাত্র ২ বছরে কুরআনের ৩০ পারা মুখস্থ করতে সক্ষম হন। |
|
Post Date: 2013-12-08 02:10:05
সবচেয়ে আশার কথা এই যে, যন্ত্রটির ক্রয়মূল্য থাকবে সবার হাতের নাগালে। কেননা এতে খরচ হয়েছে মাত্র সাতশ’ টাকা। তবে বাজারজাত করতে পারলে খরচ আরও কমিয়ে আনা সম্ভব বলে জানালেন তারা।
Deprecated: strlen(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in
/home/admssnxp/smarty/en/templates_c/ab5c69275a0cc83e4d9fea88e059751a59eadf48.file.index.tpl.php on line
273
|
অন্ধদের জন্য বিশেষ চশমা উদ্ভাবন করলেন কুয়েটের দুই মেধাবী |
দৃষ্টিপ্রতিবন্ধীদের নানা প্রতিকূলতাকে দূর করতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) দুই ছাত্র তৈরি করেছেন অন্ধদের জন্য বিশেষ চশমা। বিশেষ ধরনের এই চশমাটির উদ্ভাবক নাজমুল হাসান ও মোস্তফা কামাল।
নাজমুল হাসান তড়িৎ ও ইলেক্ট্রনিক কৌশল বিভাগ এবং মোস্তফা কামাল কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র। এরা দু’জনই তৃতীয় বর্ষের শিক্ষার্থী।চশমাটির বৈশিষ্ট্য সম্পর্কে তারা বলেন, অন্ধরা লাঠিতে ভর করে হাঁটার বদলে এখন ছোট্ট এই চশমাই তাদেরকে এনে দেবে পথের ঠিকানা। সামনের পথ সম্পর্কে সচেতন করবে একজন অন্ধ ব্যক্তিকে।
চারপাশের সকল বস্তু চিহ্নিত করে জানিয়ে দেবে সঠিক সময়ে। |
|
Post Date: 2013-09-25 08:20:12