সভায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ, বিএমএ, বিএমডিসি, স্বাস্থ্য অধিদপ্তর, বেসরকারি মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের নেতারা উপস্থিত ছিলেন।
পরে এ বি এম আবদুল হান্নানসহ একাধিক দায়িত্বশীল সূত্র বৈঠকে ২৪ অক্টোবর ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের সত্যতা প্রথম আলোকে নিশ্চিত করেন।
দেশের সকল মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৪ অক্টোবর।
স্বাস্থ্য মন্ত্রণালয়ে বুধবার ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে এমবিবিএসে ভর্তির তারিখ নির্ধারণ নিয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভা শেষে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (চিকিৎসা শিক্ষা) আইয়ুবুর রহমান খান এ তথ্য জানান। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম এ সভায় সভাপতিত্ব করেন।
অতিরিক্ত সচিব বলেন, আগামী ৫ সেপ্টেম্বর ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। অনলাইনে ফরম পূরণ চলবে ১০ থেকে ২৯ সেপ্টেম্বর। টাকা জমা দেওয়ার শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর।
‘প্রবেশপত্র বিতরণ করা হবে ১৮ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত। পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৪ অক্টোবর। ফল প্রকাশ করা হবে ২৬ অক্টোবর।’
অতিরিক্ত সচিব বলেন, এবার আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৬৫০ টাকা। গত বছর এ ফি ছিল ৬০০ টাকা।
তিনি আরও জানান, মেডিকেল ও ডেন্টালে সাধারণত এক ঘণ্টার ১০০ নম্বরের এমসিকিউ (টিকচিহ্ন) পরীক্ষা ও এসএসসি এবং এইচএসসি পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে শিক্ষার্থী ভর্তি করা হয়। এবার প্রথমবারের মতো লিখিত পরীক্ষায় পাস নম্বর নির্ধারণ করা হয়েছে ৪০।
স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, দেশে বর্তমানে ২২টি সরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে দুই হাজার ৮১১টি আসন এবং ৫৩টি বেসরকারি মেডিকেল কলেজে চার হাজার ২৪৫টি আসন রয়েছে।
এছাড়া ছয়টি সরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজগুলোর ডেন্টাল ইউনিট মিলিয়ে বিডিএস কোর্সে মোট ৫৬৭টি ও ১৪টি বেসরকারি ডেন্টাল কলেজে ৮৭০টি আসন রয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, এবার সরকারি আরও নতুন ছয়টি ও সেনাবাহিনীর পাঁচটি মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তি করা হবে