/home/admssnxp/smarty/en/templates_c/fbb41b938159df723fcd0924c64def671fc3756d.file.singlelink.tpl.php on line
ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.sust.edu) জানা যাবে। ভর্তি বিজ্ঞপ্তি অনুসারে, ‘এ’ ‘বি’ ইউনিটের ভর্তির যোগ্যতা যথাক্রমে এইচএসসি/ সমমান ও এসএসসি/সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩ সহ মোট ৬.৫ এবং এইচএসসি/ সমমান ও এসএসসি/সমমান উভয় পরীক্ষায় নূন্যতম জিপিএ ৩ সহ মোট ৭।
‘এ’ ও ‘বি’ ইউনিট দুটিতে যথাক্রমে ৬০০টি ও ৮০০টি আসন রয়েছে। মুক্তিযোদ্ধারসন্তান (২৫), আদিবাসী (২৫) ও প্রতিবন্ধীদের (১৩) জন্য মোট ৬৩ টি আসন এবংপোষ্য কোটার জন্য ১৪ টি আসন সংরক্ষিত রয়েছে।
আবেদন প্রক্রিয়া: টেলিটক মোবাইল থেকে এসএমএস অপশনে গিয়ে বিশ্ববিদ্যালয়ের নাম, এইচএসসি/সমমান বোর্ডের নাম, পরীক্ষার রোল নম্বর, পাসের সন, এসএসসি/সমমান পরীক্ষার বোর্ডেরনাম, রোল নম্বর, পাসের সন এবং সাব ইউনিটের কি ওয়ার্ড লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
উদাহরণস্বরূপ: SUSTSYL1234562014SYL >6543212012A1
তবে কেউ যদি কোটায় আবেদন করতে চায় তাহলে সাব ইউনিটের পরে কোটা কোড উল্লেখ্য করতে হবে।
উদাহরণস্বরূপ: SUSTSYL1234562014SYL6543212012A1FFQ.
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১৩৩ তম সভায় ভর্তি সংক্রান্ত এ সব সিদ্ধান্ত গ্রহণ করা হয়।