/home/admssnxp/smarty/en/templates_c/fbb41b938159df723fcd0924c64def671fc3756d.file.singlelink.tpl.php on line
226
Warning: Attempt to read property "value" on null in
/home/admssnxp/smarty/en/templates_c/fbb41b938159df723fcd0924c64def671fc3756d.file.singlelink.tpl.php on line
226
link_
Warning: Undefined array key "zebra" in
/home/admssnxp/smarty/en/templates_c/fbb41b938159df723fcd0924c64def671fc3756d.file.singlelink.tpl.php on line
227
Warning: Attempt to read property "value" on null in
/home/admssnxp/smarty/en/templates_c/fbb41b938159df723fcd0924c64def671fc3756d.file.singlelink.tpl.php on line
227
">
|
ঢাবির চারুকলায় ফল বিপর্যয়, ৯৭% ফেল |
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের অধীন ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। ফলাফলে দেখা গেছে ৯৭ শতাংশ পরীক্ষার্থীই অকৃতকার্য হয়েছেন।
এর আগে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের অধীন ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষাতেও ফল বিপর্যয় দেখা যায়। ওই ইউনিটে উত্তীর্ণ হন মাত্র ৯ শতাংশ পরীক্ষর্থী।
রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি অফিসে উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করেন।
এই ইউনিটে এ বছরের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন মাত্র ২২৬ জন শিক্ষার্থী। পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন সাত হাজার ২৯২ জন। পাসের হার ৩ দশমিক ১ শতাংশ। গত ১৩ সেপ্টেম্বর এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
|
|
Post Date: 2014-09-29 10:37:04
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট admission.eis.du.ac.bd অথবা মোবাইল ফোনে ক্ষুদে বার্তায় du<>cha<>Roll লিখে ১৬৩২১ নম্বরে পাঠিয়ে দিলে ফিরতি এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে।
উপাচার্য জানান, উত্তীর্ণ শিক্ষার্থীদের ১৪ অক্টোবর থেকে ২০ অক্টোবরের মধ্যে বিশ্ববিদ্যালয়ে ওয়েবসাইটে গিয়ে চয়েস ফরম পূরণ করতে হবে। এছাড়া ১২ অক্টোবর থেকে ২০ অক্টোবরে মধ্যে উত্তীর্ণ কোটাধারী শিক্ষার্থীদের ডিন অফিস থেকে কোটাফরম পূরণ করতে হবে। তবে কেউ যদি ফলাফল নিরীক্ষণ করতে চায় তাহলে আজ থেকে ১ অক্টোবরের মধ্যে ডিন অফিসে যোগাযোগ করতে হবে।
উল্লেখ্য, চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় আট লাখ ৮৫ হাজার ৭০ জন শিক্ষার্থী পাস করেন। যাদের মধ্যে জিপিএ-৫ পান ৭০ হাজার ৬০২ জন। ওই পরীক্ষায় পাসের হার ছিল ৭৮ দশমিক ৩৩ শতাংশ।
বাংলাদেশ কৃষি , শেরে বাংলা কৃষি, যশোর প্রজুক্তির ভর্তি আবেদনের শেষ তারিখ আগামীকাল ৩০ সেপটঃ পর্যন্ত । অতএব যারা এখনও আবেদন করনি কিন্তু করতে চাও। দ্রুত আবেদন সম্পন্ন কর।