নতুন এ ধারণাটি যিনি নিয়ে এসেছেন তিনি আর কেউ নন, এক বাংলাদেশি বিজ্ঞানী। বাংলাদেশি এ বিজ্ঞানীর নাম ড. আতাউল করিম। বিশ্বের সেরা ১০০ জন বিজ্ঞানীর একজন তিনি।
Deprecated: strlen(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in
/home/admssnxp/smarty/en/templates_c/ab5c69275a0cc83e4d9fea88e059751a59eadf48.file.index.tpl.php on line
273
|
বাংলাদেশি এ বিজ্ঞানীর নাম ড. আতাউল করিম: লাইন স্পর্শ ছাড়াই চলবে ট্রেন! |
ট্রেন চলাচল করতে দরকার হয় লাইন। ওই লাইন স্পর্শ করেই চাকার সাহায্যে এঁকেবেঁকে এগিয়ে চলে ট্রেন। কিন্তু প্রচলিত এ ধারণা এবার পাল্টে যাচ্ছে। কেননা ট্রেন চলতে এখন আর চাকাকে লাইন স্পর্শ করতে হবে না। চুম্বকের সাহায্যে এটি এগিয়ে চলবে এবং চোখের পলকেই পৌঁছে যাবে গন্তব্যে।
নতুন এ ধারণাটি যিনি নিয়ে এসেছেন তিনি আর কেউ নন, এক বাংলাদেশি বিজ্ঞানী। |
|
Post Date: 2014-05-12 02:40:05
প্রথম প্রথম ড্রোনটি রিমোটের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হলেও এখন এটি গুগল ম্যাপের সাহায্যে আগে থেকে লোকেশন বলে দিলে সে অনুযায়ী পরিভ্রমণ করতে সক্ষম। এতে আর কোন মানব-নিয়ন্ত্রণ দরকার হয়না।
Deprecated: strlen(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in
/home/admssnxp/smarty/en/templates_c/ab5c69275a0cc83e4d9fea88e059751a59eadf48.file.index.tpl.php on line
273
|
আকাশে উড়ছে কুয়েট ছাত্র দীপের তৈরি স্বয়ংক্রিয় ড্রোন! |
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল (ত ও ই) বিভাগের ০৮ ব্যাচের ছাত্র আব্দুল্লাহ আল মামুন খান দীপের তৈরি মানববিহীন বিমান (ড্রোন) সফলভাবে আকাশে উড়তে পারছে। এটি ছিল দীপের ৪র্থ বর্ষের থিসিস প্রজেক্ট যার সুপারভাইজার ছিলেন ত ও ই বিভাগের প্রফেসর ড. মো. শাহাজাহান। যন্ত্রটি পূর্ণাঙ্গ অটোনোমাস ড্রোন হিসাবে তৈরি করা হয়েছে। |
|
Post Date: 2014-01-11 05:40:05
তাঁর ভাষায়, ‘আমার দেশটাকে যেভাবে পেয়েছি, সেভাবে রেখে যাব না। কোনো দেশই স্বয়ংসম্পূর্ণ ছিল না বা থাকে না। তাকে স্বয়ংসম্পূর্ণ বানাতে হয়।’ সে লক্ষ্যেই কাজ করতে চান রুশো।
Deprecated: strlen(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in
/home/admssnxp/smarty/en/templates_c/ab5c69275a0cc83e4d9fea88e059751a59eadf48.file.index.tpl.php on line
273
|
রুয়েটের রুশো |
তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশলীদের আন্তর্জাতিক সংগঠন আইইইইর হয়ে কাজ করেন কে এম নাসিম রুশো। সংগঠনটির একাধিক সভায় বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশ নিয়েছেন তিনি।
মাইক্রোসফট, অপেরা আর মজিলা ফায়ারফক্সের হয়েও কাজ করেছেন। রুশো পড়ছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) শেষ বর্ষে।
তিনি আইইইই রুয়েট ছাত্র শাখার চেয়ারপারসন। বাংলাদেশের ঝরে পড়া শিক্ষার্থীদের নিয়ে আইইইই এডুকেশন সোসাইটির একটি প্রকল্পে কাজ করেন।
২০১০ সালে রুয়েটে অনুষ্ঠিত আইইইই ইথিক্স কনটেস্টের চ্যাম্পিয়ন গ্রুপের সদস্য ছিলেন রুশো। ২০১১-তে নিউজিল্যান্ডের অকল্যান্ডে অনুষ্ঠিত আইইইই রিজিয়ন-১০ স্টুডেন্ট কংগ্রেসে বাংলাদেশের পাঁচজন প্রতিনিধির মধ্যে অন্যতম তিনি।
|
|
Post Date: 2013-12-22 06:26:05