|
জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এসব বিদ্যালয়ে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম শ্রেণিতে ভর্তি কার্যক্রম প্রক্রিয়া শুরু হয়েছে।
জেলা প্রশাসনের শিক্ষা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা গৌতম বাড়ৈ বলেন, ৯টি সরকারি বিদ্যালয়ে সুষ্ঠুভাবে পঞ্চম শ্রেণীর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ পরীক্ষার ফল আগামীকাল (রোববার) প্রকাশ করা হবে।’
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নগরীর নয়টি সরকারি স্কুলে পঞ্চম শ্রেণীতে ১ হাজার ৯২০ জন ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে। এর বিপরীতে এবছর ৮হাজার ৮শ’ ৯৪টি আবেদন ফরম জমা পড়েছে।
এদিকে বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়া ষষ্ঠ শ্রেণীর ভর্তি পরীক্ষার ফল শুক্রবার প্রকাশ হয়েছে। সপ্তম এবং অষ্টম শ্রেণীর ফলাফল শনিবার প্রকাশ করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এদিকে পরীক্ষার দিন বিএনপি নেতৃত্বাধীন ১৮দলের টানা ৮৩ অবরোধের কারণে গণপরিবহন কম থাকায় শিক্ষার্থী ও অভিভাবকদের পরীক্ষা হলে পৌঁছতে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। অনেকেই রাস্তায় কোন গণপরিবহন না পেয়ে হেঁটে অথবা বেশি ভাড়ায় রিকশায় চড়ে গন্তব্যে দেতে দেখা গেছে। এরপরও সময়মত পৌঁছাতে পারেননি কেউ কেউ।
নবীন শিক্ষার্থীদের বিভিন্ন ভাবে সহযোগিতা করতে ব্যস্ত ছিল বিদ্যালয়ের ছাত্রীরাও। কেন্দ্রে নিয়ে যাওয়া, নির্দিষ্ট আসনে বসিয়ে দেয়া থেকে সব ধরনের সহায়তা করছে তারা।