/home/admssnxp/smarty/en/templates_c/fbb41b938159df723fcd0924c64def671fc3756d.file.singlelink.tpl.php on line
226
Warning: Attempt to read property "value" on null in
/home/admssnxp/smarty/en/templates_c/fbb41b938159df723fcd0924c64def671fc3756d.file.singlelink.tpl.php on line
226
link_
Warning: Undefined array key "zebra" in
/home/admssnxp/smarty/en/templates_c/fbb41b938159df723fcd0924c64def671fc3756d.file.singlelink.tpl.php on line
227
Warning: Attempt to read property "value" on null in
/home/admssnxp/smarty/en/templates_c/fbb41b938159df723fcd0924c64def671fc3756d.file.singlelink.tpl.php on line
227
">
বরিশাল বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সাল মাহমুদ রুমি জানান, ২৫ ডিসেম্বর সরকারি ছুটি থাকা সত্ত্বেও ভর্তি পরীক্ষা নেয়ার কারণ হচ্ছে শিক্ষাথীদের সেশনজট থেকে মুক্ত করা।
|
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বড়দিনে! |
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২০০৩-১৪ শিক্ষাবর্ষের ১ম বর্ষ ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। এবার খৃষ্টান ধর্মাবলম্বীদের বৃহৎ উৎসব বড়দিনে (২৫ডিসেম্বর) পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে।
এর ফলে খৃষ্টান ধর্মাবলম্বীদের অনেক পরীক্ষার্থীই হতাশা ও অসন্তোস প্রকাশ করেছে। বার বার পরীক্ষা তারিখ পরিবর্তন করায় পরীক্ষা আদো হবে কিনা তা নিয়েও সংশয় প্রকাশ করেছে পরিক্ষার্থী ও তাদের অভিভাবকরা।
বড় দিনে পরীক্ষার তারিখ নির্ধারন করা হতাশাজনক উল্লেখ করে অভিভবকরা এবারো পরীক্ষা স্থগিত হতে পারে বলে আশংকা প্রকাশ করেন।
বিশ্ববিদ্যালয়ের এক পরিক্ষার্থী জানান, এমন একটি উৎসবের দিন কর্তৃপক্ষের পরীক্ষা দেয়া ঠিক হয়নি। এক্ষেত্রে খৃষ্টান ধর্মাবলম্বীদের হয়তো পরীক্ষায় মনোনিবেশ ঘটবে না।
|
|
Post Date: 2013-12-21 04:25:05
শনিবার বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হওয়ার কথা থাকলেও বিরোধী জোট এর ডাকা অবরোধের কারনে তা স্থগিত করা হয়েছে। এর আগে ২৮ নভেম্বও ও ৭ ডিসেম্বর এ ভর্তি পরীক্ষা হওয়ার কথা থাকলেও অবরোধ এর কারণে তা স্থগিত করা হয়েছিল।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সাল মাহমুদ রুমি জানান, ২৫ ডিসেম্বর সরকারি ছুটি থাকা সত্ত্বেও ভর্তি পরীক্ষা নেয়ার কারণ হচ্ছে শিক্ষাথীদের সেশনজট থেকে মুক্ত করা।