/home/admssnxp/smarty/en/templates_c/fbb41b938159df723fcd0924c64def671fc3756d.file.singlelink.tpl.php on line
226
Warning: Attempt to read property "value" on null in
/home/admssnxp/smarty/en/templates_c/fbb41b938159df723fcd0924c64def671fc3756d.file.singlelink.tpl.php on line
226
link_
Warning: Undefined array key "zebra" in
/home/admssnxp/smarty/en/templates_c/fbb41b938159df723fcd0924c64def671fc3756d.file.singlelink.tpl.php on line
227
Warning: Attempt to read property "value" on null in
/home/admssnxp/smarty/en/templates_c/fbb41b938159df723fcd0924c64def671fc3756d.file.singlelink.tpl.php on line
227
">
বিজ্ঞান শাখা থেকে পাশকৃত ছাত্রছাত্রীরা A ও B উভয় ইউনিটে আবেদন করতে পারবে। A ইউনিটে আবেদনের জন্য এস এস সি ও এইচ এস সি তে ন্যূনতম 3.00 এবং দুটো মিলিয়ে সর্বমোট 6.50 থাকতে হবে।
|
শাহজালাল ও যশোর প্রযুক্তির সমন্বিত পরীক্ষা ৩০ নভেম্বর |
এবারই প্রথম বাংলাদেশের দুই প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সমন্বিত ভাবে গ্রহন করছে ২০১৩-১৪ সেশনের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা। এর ফলে ছাত্রছাত্রীরা যেকোন একটি কেন্দ্রে পরিক্ষায় অংশ গ্রহন করেই সে তার মেধা অনুযায়ী পছন্দসই বিশ্ববিদ্যালয় ও বিষয়ে ভর্তি হতে পারবে।
সমন্বিত এ পরিক্ষায় কেবল মাত্র যারা ২০১২/১৩ সনে অনুষ্ঠিত |
|
Post Date: 2013-09-25 11:15:02
এইচ এস সি/সমমানের এবং ২০১০/১১ সনে এস এস সি/ সমমানের পরিক্ষায় উত্তীর্ণ হয়েছে তারাই আবেদন করতে পারবে।
বিজ্ঞান শাখা থেকে পাশকৃত ছাত্রছাত্রীরা A ও B উভয় ইউনিটে আবেদন করতে পারবে। A ইউনিটে আবেদনের জন্য এস এস সি ও এইচ এস সি তে ন্যূনতম 3.00 এবং দুটো মিলিয়ে সর্বমোট 6.50 থাকতে হবে। পারবে। B ইউনিটে আবেদনের জন্য এস এস সি ও এইচ এস সি তে ন্যূনতম 3.00 এবং দুটো মিলিয়ে সর্বমোট 7.00 থাকতে হবে।
আগামী ০১ অক্টোবার থেকে ২৫ অক্টোবার পর্যন্ত এ আবেদন প্রক্রিয়া চলবে।
ভর্তি সার্কুলার পাবার লিংক- http://www.sust.edu/admission/docs/SUST_JSTU_Admission_Prospectus_2013_BNG.pdf