|
খোঁজ নিয়ে জানা গেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রথম তারিখ ঘোষণা করা ১০ থেকে ১৪ নভেম্বর। রাজনৈতিকঅস্থিরতার কারণে বিশ্ববিদ্যালয় প্রশাসন তা স্থগিত করে ৫ থেকে ৯ ডিসেম্বর ঘোষণা দিলেও তা স্থগিত করে আগামী ২৫ থেকে ২৮ ডিসেম্বর নতুন সময়সূচি ঘোষণা করেন। কিন্তু অনিবার্য কারণে পূর্ব নির্ধারিত ২৫-২৮ ডিসেম্বর পরিবর্তে ২৮, ২৯, ৩০ ও ৩১ ডিসেম্বর এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রথম তারিখ নির্ধারিত ছিল গত ২ থেকে ৯ নভেম্বর। কিন্তু ভিসি বিরোধী শিক্ষকদের আন্দোলন ও রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশের কারণে তাস্থগিত করে আগামী ১৭ থেকে ২৯ ডিসেম্বর পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়। পরেআবার রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশের কারণে তা স্থগিত করা হয়েছে। পরীক্ষারসময়সূচি পুনঃনির্ধারণ করে পরবর্তীতে জানানো হবে বলে জানা গেছে।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রথম তারিখ ঘোষণা করা হয় ১৪ থেকে ১৯ নভেম্বর। পরীক্ষার প্রস্তুতিকালীন বিভিন্ন সমস্যা ও রাজনৈতিক বৈরী পরিবেশে তা স্থগিত করে ২২থেকে ২৬ নভেম্বর স্থগিতকৃত পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী জটিলতা এ তারিখও পরিবর্তন করে ৩০নভেম্বর হতে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়। কিন্তু রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশের কারণে তৃতীয়বার ঘোষিত এ তারিখটিও অনির্দিষ্টকালের জন্যস্থগিত ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম ৭ ডিসেম্বর হতে শুরু হওয়ার কথা থাকলেও তা স্থগিত করে ২৮ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা ৩০ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সিলেটবাসীর দাবির মুখে ও দেশব্যাপী রাজনৈতিক অস্থিরতার কারণে এই দুটি বিশ্ববিদ্যালয়েরভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরবর্তীতে এর সময়সূচি জানানো হবে।
শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২৯ নভেম্বর হওয়ার কথা থাকলেও তা স্থগিত করে ১৪ ডিসেম্বর তা নির্ধারণ করা হয়েছে।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৬ ডিসেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা স্থগিত করে ১৭ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।
হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘ডি’ ইউনিটের ড্রয়িং পরীক্ষাসহ ৯ থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষার সকল কার্যক্রম স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৪ ও ১৫ নভেম্বর ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হলেও তা স্থগিত করাহয়েছে। পরীক্ষার কোনো নির্দিষ্ট তারিখ বিশ্ববিদ্যালয় প্রশাসন জানাতেপারেনি। ২২ নভেম্বর হতে ভিসির মেয়াদ শেষ হওয়ায় ভিসির পদ শূন্য রয়েছে এক্যাম্পাসটিতে। ভিসি শূন্যতায় ভর্তি পরীক্ষার তারিখ পিছিয়ে যেতে পারে বলেজানা গেছে।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আগামী ১১থেকে ১৩ ডিসেম্বর ভর্তি পরিক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা স্থগিত করাহয়েছে। নতুন তারিখ নির্দিষ্ট করে জানাতে পারেনি প্রশাসন।
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২৮ নভেম্বর পরীক্ষা হওয়ার কথা থাকলেও তা স্থগিত করে ৭ ডিসেম্বর পরীক্ষারতারিখ নির্ধারণ করা হয়েছিল। কিন্তু দেশব্যাপী অবরোধে এ বিশ্ববিদ্যালয়েরপরীক্ষাও স্থগিত করে আগামী ২১ ডিসেম্বর পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়।
ঢাকা, চট্টগ্রাম ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলেও সকল ভর্তি কার্যক্রম স্থগিত রয়েছে।
এদিকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম সম্পন্ন হলেও নবীন শিক্ষার্থীদের কোনো ক্লাস শুরু হয়নি।
দেশব্যাপী রাজনৈতিক অস্থিরতায় থমকে গেছে উচ্চ শিক্ষার বিদ্যাপীঠগুলোর প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম। রুদ্ধ হয়ে গেছে ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার দ্বার। বারবার পরীক্ষার তারিখ পিছিয়ে দেওয়ায় শিক্ষার্থীসহ হতাশায় দিন কাটাচ্ছেন তাদের অভিভাবকরাও।