/home/admssnxp/smarty/en/templates_c/fbb41b938159df723fcd0924c64def671fc3756d.file.singlelink.tpl.php on line
226
Warning: Attempt to read property "value" on null in
/home/admssnxp/smarty/en/templates_c/fbb41b938159df723fcd0924c64def671fc3756d.file.singlelink.tpl.php on line
226
link_
Warning: Undefined array key "zebra" in
/home/admssnxp/smarty/en/templates_c/fbb41b938159df723fcd0924c64def671fc3756d.file.singlelink.tpl.php on line
227
Warning: Attempt to read property "value" on null in
/home/admssnxp/smarty/en/templates_c/fbb41b938159df723fcd0924c64def671fc3756d.file.singlelink.tpl.php on line
227
">
বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদের ডিন ও বি-ইউনিট ভর্তি কমিটির সভাপতি প্রফেসর ড. ইমরান হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
|
চবিতে ভর্তি: ৫ বিভাগের ফল প্রকাশ |
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০১৩-১৪ শিক্ষাবর্ষে কলা ও মানব বিদ্যা অনুষদের অধীনে শিক্ষা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটসহ পাঁচটি বিভাগে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
ভর্তি পরীক্ষার ফল শনিবার সকাল থেকে অনুষদের বিজ্ঞপ্তি ফলক, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এবং মুঠোফোনে ক্ষুদেবার্তা (এসএমএস) পাঠিয়ে জানা যাচ্ছে।
শুক্রবার কলা ও মানব বিদ্যা অনুষদের অধীনে ‘বি’ ইউনিটের (বি২-আরবি ও ইসলামিক স্টাডিজ, বি-৪ পালি, বি-৫ নাট্যকলা,বি-৬ সংস্কৃত এবং বি-৭ শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
|
|
Post Date: 2013-12-07 07:50:05
বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদের ডিন ও বি-ইউনিট ভর্তি কমিটির সভাপতি প্রফেসর ড. ইমরান হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি জানান,শনিবার সকালে ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ বি এ (সম্মান) শ্রেণীতে বি-২, বি-৪, বি-৫, বি-৬ এবং বি-৭ ইউনিটে লিখিত ভর্তি পরীক্ষার মেধাভিত্তিক ফলাফল প্রকাশ করা হয়েছে।
এসব ইউনিটভুক্ত পাঁচটি বিভাগ ও একটি ইনস্টিটিউটে মোট ৪৪৫ জন শিক্ষার্থী ভর্তি করানো হবে।
এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের সাক্ষাৎকার ১৭ ডিসেম্বর ও ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরমধ্যে ১৭ ডিসেম্বর বি-২,৪,৫ ১৭ এবং বি-৬ এবং বি-৭ ইউনিটের ভর্তিচ্ছুকদের মৌখিক পরীক্ষা ১৮ ডিসেম্বর সকাল ১০টায় ডিন কার্যালয়ে নেয়া হবে।
আসন খালি থাকা সাপেক্ষে অপেক্ষমান তালিকার ভর্তিচ্ছুদেরকে সাক্ষাৎকারের জন্য নতুন সময় সূচি জানানো হবে বলেও এতে উল্লেখ করা হয়েছে।
এদিকে কলা ও মানববিদ্যা অনুষদের বি-১ এর মৌখিক পরীক্ষা ১৪ও ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বলে পৃথক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ইউনিট সংশ্লিষ্টরা।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.cu.ac.bd থেকে জানা যাবে।