/home/admssnxp/smarty/en/templates_c/fbb41b938159df723fcd0924c64def671fc3756d.file.singlelink.tpl.php on line
226
Warning: Attempt to read property "value" on null in
/home/admssnxp/smarty/en/templates_c/fbb41b938159df723fcd0924c64def671fc3756d.file.singlelink.tpl.php on line
226
link_
Warning: Undefined array key "zebra" in
/home/admssnxp/smarty/en/templates_c/fbb41b938159df723fcd0924c64def671fc3756d.file.singlelink.tpl.php on line
227
Warning: Attempt to read property "value" on null in
/home/admssnxp/smarty/en/templates_c/fbb41b938159df723fcd0924c64def671fc3756d.file.singlelink.tpl.php on line
227
">
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শনিবার অনুষ্ঠিতব্য গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে।
|
শাহজালাল ও যশোর বিশ্ববিদ্যালয়ের অভিন্ন ভর্তি পরীক্ষা স্থগিত |
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শনিবার অনুষ্ঠিতব্য গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় সমন্বিত ভর্তি পরীক্ষা স্থগিত করার এ সিদ্ধান্ত নেয়া হয়। যশোর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অভিন্ন প্রশ্নে সমন্বিত পদ্ধতিতে এ ভর্তি পরীক্ষা হওয়ার কথা ছিল।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের একান্ত সচিব ফজলুর রহমান জানান, সভায় চলমান রাজনৈতিক পরিস্থিতির কারণে কর্তৃপক্ষ ভর্তি পরীক্ষা স্থগিত করা সিদ্ধান্ত নেয়।
|
|
Post Date: 2013-11-28 05:47:05
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গুচ্ছ/সমন্বিত পদ্ধতিতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযু্ক্তি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যশোর বিশ্ববিদ্যালয়ের যৌথ ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্তের পরিপেক্ষিতে সিলেটে উদ্ভুত পরিস্থিতি পর্যালোচনা করে কর্তৃপক্ষ পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন।
শনিবার অনুষ্ঠিতব্য এই পরীক্ষায় শাহজালাল ও যশোর বিশ্ববিদ্যালয়ে অভিন্ন প্রশ্নে গুচ্ছ পদ্ধতিতে আয়োজনের সিদ্ধান্ত নেয়া হলে সিলেটের সচেতন মহলে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণের প্রস্তাবক ছিলেন ড. জাফর ইকবাল।
এর ফলে সিলেটের শিক্ষার্থীরা বঞ্চনা ও বিড়ম্বনার শিকার হবেন- এমন অভিযোগে শিক্ষানুরাগী ব্যক্তিবর্গসহ সর্বস্তরের সিলেটবাসী গুচ্ছ পদ্ধতির বিরোধিতা করেন। পরীক্ষা বাতিলের দাবিতে ইতিমধ্যে স্মারকলিপি প্রদান ও মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করেছেন তারা। এক পর্যায়ে এ পদ্ধতি বাতিল করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ওপর সরকারের তরফ থেকে চাপ আসে। শেষ পর্যন্ত বাধ্য হয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একাডেমিক কাউন্সিলের সভা ডেকে এ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা স্থগিত ঘোষণা করে।
জানা গেছে, গুচ্ছ পদ্ধতির এই পরীক্ষার বিষয়ে সুষ্পষ্ট সিদ্ধান্ত গ্রহণের পর ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হবে।