/home/admssnxp/smarty/en/templates_c/fbb41b938159df723fcd0924c64def671fc3756d.file.singlelink.tpl.php on line
১৬ নভেম্বর দিনের প্রথম শিফটে কোন পরীক্ষা অনুষ্ঠিত হবে না। দ্বিতীয় শিফটে অনুষ্ঠিত হবে ধর্মতত্ত্ব অনুষদ ভূক্ত “এ”ইউনিটের পরীক্ষা। তৃতীয় শিফটে অনুষ্ঠিত হবে আইন ও শরিয়াহ অনুষদ ভূক্ত “এইচ” ইউনিটের ১ হতে ৬,০২৫ পর্যন্ত এবং চতুর্থ শিফটে “এইচ” ইউনিটের ৬,০২৬ হতে অবশিষ্ট রোলের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
১৭ নভেম্বর দিনের প্রথম শিফটে অনুষ্ঠিত হবে কলা অনুষদ ভূক্ত “বি” ইউনিটের ১ হতে ৬০২৫ , দ্বিতীয় শিফটে অনুষ্ঠিত হবে ৬,০২৬ হতে ১২,০৫০, তৃতীয় শিফটে অনুষ্ঠিত হবে ১২,০৫১ হতে ১৮,০৭৫ পর্যন্ত এবং চতুর্থ শিফটে ১৮,০৭৬ হতে অবশিষ্ট রোলের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
১৮ নভেম্বর দিনের প্রথম শিফটে অনুষ্ঠিত হবে সমাজিক বিজ্ঞান অনুষদ ভূক্ত“সি”ইউনিটের ১ হতে -৬,০২৫ রোল পর্যন্ত, দ্বিতীয় শিফটে অনুষ্ঠিত হবে ৬,০২৬ হতে ১২,০৫০ পর্যন্ত এবং তৃতীয় শিফটে ১২,০৫১ হতে অবশিষ্ট রোলের পরীক্ষা। এই দিন চতুর্থ শিফটে কোন পরীক্ষা অনুষ্ঠিত হবে না।
১৯ নভেম্বর দিনের প্রথম শিফটে “ডি” ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় শিফটে “ই” ইউনিটের ১ হতে ৬,০২৫ পর্যন্ত এবং তৃতীয় শিফটে “ই” ইউনিটের ৬,০২৬ হতে অবশিষ্ট রোল ধারীদের পরীক্ষা এবং চতুর্থ শিফট এ “এফ” ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
২০ নভেম্বর দিনের প্রথম শিফটে “জি” ইউনিটের ১ হতে ৬,০২৫ পর্যন্ত, দ্বিতীয় শিফট-এ ৬,০২৬ হতে ১২,০৫০ পর্যন্ত, তৃতীয় শিফট-এ ১২,০৫১ হতে অবশিষ্ট রোলধারীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং চতুর্থ শিফ্ট-এ কোন পরীক্ষা অনুষ্ঠিত হবে না।
এদিকে আবেদকারী শিক্ষার্থীরা আগামী ৭ নভেম্বর থকে ২০ নভেম্বর দুপর ১২টা পর্যন্ত ওয়েবসাইট http://iu.teletalk.com.bd থেকে প্রবেশ পত্র ডাউনলোড করতে পারবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ছাত্রছাত্রীর সদ্য তোলা ১(এক) কপি ছবি ((300×300 pixel মাপের এবং সাইজ 100KB এর বেশি নয়) আপলোড করতে হবে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.iu. ac.bd এ বিস্তারিত জানা যাবে।