/home/admssnxp/smarty/en/templates_c/fbb41b938159df723fcd0924c64def671fc3756d.file.singlelink.tpl.php on line
226
Warning: Attempt to read property "value" on null in
/home/admssnxp/smarty/en/templates_c/fbb41b938159df723fcd0924c64def671fc3756d.file.singlelink.tpl.php on line
226
link_
Warning: Undefined array key "zebra" in
/home/admssnxp/smarty/en/templates_c/fbb41b938159df723fcd0924c64def671fc3756d.file.singlelink.tpl.php on line
227
Warning: Attempt to read property "value" on null in
/home/admssnxp/smarty/en/templates_c/fbb41b938159df723fcd0924c64def671fc3756d.file.singlelink.tpl.php on line
227
">
হাবিপ্রবি’র জনসংযোগ ও প্রকাশনা শাখার সেকশন কর্মকর্তা মমিনুল ইসলাম জানান, এসব পরীক্ষায় প্রায় ৯৮ ভাগ পরীক্ষার্থী অংশ গ্রহণ করে।
|
হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত |
দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযু্ক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)’র ২০১৪ শিক্ষাবর্ষে অনার্স কোর্সে লেভেল-১, সেমিষ্টার-১-এর বি ও সি (বিজ্ঞান/মানবিক) ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা ও দুপুর ১২টায় দুই শিফটে বি ইউনিট ও বিকাল ৩টায় সি ইউনিটের (বিজ্ঞান/মানবিক) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
হাবিপ্রবি’র জনসংযোগ ও প্রকাশনা শাখার সেকশন কর্মকর্তা মমিনুল ইসলাম জানান, এসব পরীক্ষায় প্রায় ৯৮ ভাগ পরীক্ষার্থী অংশ গ্রহণ করে।
|
|
Post Date: 2013-10-24 08:49:05
শুক্রবার ডি ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল সাড়ে ৯টায় এবং ই ইউনিটের ভর্তি পরীক্ষা বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।
২৬ অক্টোবর শনিবার এ ইউনিটের ভর্তি পরীক্ষা দুই শিফটে সকাল সাড়ে ৯টা এবং দুপুর ১২টা এবং সি ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের ১ হাজার ৩৩০টি আসনের বিপরীতে এবার ভর্তি পরীক্ষায় মোট ৩৮ হাজার ৪ জন ছাত্র-ছাত্রী আবেদন করেছে। প্রতি আসনের বিপরীতে ২৯ জন ছাত্র-ছাত্রী ভর্তি পরীক্ষায় প্রতিযোগিতা করছে।
এ ইউনিটে প্রতি আসনের বিপরীতে ১৮ জন, বি ইউনিটে ৪৮ জন, সি ইউনিটে ৪৩ জন, ডি ইউনিটে ২০ জন ও ই ইউনিটে ৪৭ জন পরীক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে।
মোবাইলে প্রত্যেক ছাত্র-ছাত্রীকে এসএমএস‘র মাধ্যমে পরীক্ষার তারিখ ও আসন বিন্যাস জানিয়ে দেওয়া হয়েছে।
এছাড়া ভর্তি পরীক্ষার যাবতীয় তথ্য ও আসন ব্যবস্থা বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.hstu.ac.bd)-এ পাওয়া যাচ্ছে।
পরীক্ষার সময়সূচি ও আসন বিন্যাস বিশ্ববিদ্যালয়ের সকল প্রবেশ পথে ডিসপ্লে বোর্ড থেকেও জানা যাচ্ছে।