/home/admssnxp/smarty/en/templates_c/fbb41b938159df723fcd0924c64def671fc3756d.file.singlelink.tpl.php on line
226
Warning: Attempt to read property "value" on null in
/home/admssnxp/smarty/en/templates_c/fbb41b938159df723fcd0924c64def671fc3756d.file.singlelink.tpl.php on line
226
link_
Warning: Undefined array key "zebra" in
/home/admssnxp/smarty/en/templates_c/fbb41b938159df723fcd0924c64def671fc3756d.file.singlelink.tpl.php on line
227
Warning: Attempt to read property "value" on null in
/home/admssnxp/smarty/en/templates_c/fbb41b938159df723fcd0924c64def671fc3756d.file.singlelink.tpl.php on line
227
">
শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবে আগামী ১৫ সেপ্টেম্বর রাত ১২টা ০১ মিনিট থেকে ৭ নভেম্বর রাত ১২টা পর্যন্ত। শিক্ষার্থীরা মোবাইলে টেলিটক অপারেটর মাধ্যমে SMS করে সংশ্লিষ্ট ইউনিটে ভর্তির আবেদন করতে পারবেন।
|
২৯ ও ৩০ ডিসেম্বর বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা |
আগামী ২৯ ও ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবে আগামী ১৫ সেপ্টেম্বর রাত ১২টা ০১ মিনিট থেকে ৭ নভেম্বর রাত ১২টা পর্যন্ত। শিক্ষার্থীরা মোবাইলে টেলিটক অপারেটর মাধ্যমে SMS করে সংশ্লিষ্ট ইউনিটে ভর্তির আবেদন করতে পারবেন।
এ বছর ‘এ,’ ‘বি’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৯ নভেম্বর। ‘ডি,’ ‘ই’ ও ‘এফ’ ইউনিটের
ইউনিটগুলো হলো এ, বি, সি, ডি, ই ও এফ। ‘এ’ |
|
Post Date: 2013-09-24 02:05:12
ইউনিটের অধীন বিভাগগুলো হলো কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং। ‘বি’ ইউনিটের অধীন ফলিত পদার্থবিজ্ঞান ও ইলেক্ট্রনিক্স। গণিত, অ্যানালাইটিক্যাল অ্যান্ড এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি এবং পরিসংখ্যান। ‘সি’ ইউনিটের অধীন ফার্মেসি। ‘ডি’ ইউনিটের অধীন ইংরেজি ও বাংলা। ‘ই’ ইউনিটের অধীন সমাজবিজ্ঞান, অর্থনীতি ও লোক প্রশাসন এবং ‘এফ’ ইউনিটের অধীন বিভাগ হলো ব্যবস্থাপনা ও একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম।
এ ছাড়াও ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.bsmrstu.edu.bd) থেকে জানা যাবে।
ভর্তি পরীক্ষা ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মাহবুবুল আলম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন, ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে ছয়টি ইউনিটের ১৪ বিভাগে ৬৭০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।