/home/admssnxp/smarty/en/templates_c/fbb41b938159df723fcd0924c64def671fc3756d.file.singlelink.tpl.php on line
226
Warning: Attempt to read property "value" on null in
/home/admssnxp/smarty/en/templates_c/fbb41b938159df723fcd0924c64def671fc3756d.file.singlelink.tpl.php on line
226
link_
Warning: Undefined array key "zebra" in
/home/admssnxp/smarty/en/templates_c/fbb41b938159df723fcd0924c64def671fc3756d.file.singlelink.tpl.php on line
227
Warning: Attempt to read property "value" on null in
/home/admssnxp/smarty/en/templates_c/fbb41b938159df723fcd0924c64def671fc3756d.file.singlelink.tpl.php on line
227
">
জানা গেছে, ৩ হাজার ৬০১ জন শিক্ষার্থীর বিপরিতে এবার ১ লাখ ৬৮ হাজার ২২৪ জন শিক্ষার্থী আবেদন করেছে। এবার প্রতি আসনের জন্য ৪৭ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। গত বছর প্রতি আসনে ৬৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল।
|
রাবি’র ভর্তি পরীক্ষায় প্রতি আসনে ৪৭ জন প্রতিদ্বন্দ্বী |
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১৩-১৪ শিক্ষাবর্ষে সম্মান প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদেন করেছেন ১ লাখ ৬৮ হাজার ২২৪ জন ভর্তিচ্ছু। এবার প্রতি আসনের জন্য ৪৭ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।এদিকে ২০১২-১৩ শিক্ষাবর্ষে দুই লাখ ৪২ হাজার ২৬৪ জন শিক্ষার্থী আবেদন করেছিল। হিসাব অনুযায়ী এবার আবেদনকারীর সংখ্যা কমেছে ৭৪ হাজারেরও বেশি। সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক ইলিয়াছ হোসেন সংবাদিকদের এ তথ্য জানান। |
|
Post Date: 2013-10-08 11:05:05
জানা গেছে, ৩ হাজার ৬০১ জন শিক্ষার্থীর বিপরিতে এবার ১ লাখ ৬৮ হাজার ২২৪ জন শিক্ষার্থী আবেদন করেছে। এবার প্রতি আসনের জন্য ৪৭ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। গত বছর প্রতি আসনে ৬৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল।
রাবিতে ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ভর্তির রেজিস্ট্রেশন শুরু হয় গত ১৭ সেপ্টেম্বর। রবিবার রাত ১২ আবেদনের সময় শেষ হয়। চলতি শিক্ষাবর্ষে ৮টি অনুষদের ৪৭টি বিভাগে শিক্ষার্থী ভর্তি করা হবে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১০ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত।
এবার ‘এ’ ইউনিটের জন্য ২১ হাজার ১৬৮, ‘বি’ ইউনিটের জন্য ২০ হাজার ৫৮৭, ‘সি’ ইউনিটের জন্য ২৩ হাজার ৩২৯, ‘ডি’ ইউনিটের জন্য ২৭ হাজার ৫৫৫, ‘ই’ ইউনিটের জন্য ৩০ হাজার ২৭৪, ‘এফ’ ইউনিটের জন্য ১৫ হাজার ৯৯৯, ‘জি’ ইউনিটের জন্য ৯ হাজার ১৩৫, ‘এইচ’ ইউনিটের জন্য ২০ হাজার ১৭৭ জন ভর্তিচ্ছু আবেদন করেছেন।