/home/admssnxp/smarty/en/templates_c/fbb41b938159df723fcd0924c64def671fc3756d.file.singlelink.tpl.php on line
226
Warning: Attempt to read property "value" on null in
/home/admssnxp/smarty/en/templates_c/fbb41b938159df723fcd0924c64def671fc3756d.file.singlelink.tpl.php on line
226
link_
Warning: Undefined array key "zebra" in
/home/admssnxp/smarty/en/templates_c/fbb41b938159df723fcd0924c64def671fc3756d.file.singlelink.tpl.php on line
227
Warning: Attempt to read property "value" on null in
/home/admssnxp/smarty/en/templates_c/fbb41b938159df723fcd0924c64def671fc3756d.file.singlelink.tpl.php on line
227
">
এ অ্যাওয়ার্ড তরুণ প্রজন্মের মধ্যে সুস্থ প্রতিযোগিতাসুলভ মনোভাব এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করবে।
|
ঢাবির ৫০ শিক্ষার্থীর ‘ডিউক অব এডিনবরা অ্যাওয়ার্ড’ লাভ |
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৫০ শিক্ষার্থী ‘ডিউক অব এডিনবরা অ্যাওয়ার্ড’ লাভ করেছেন। সহশিক্ষা কার্যক্রমে অসাধারণ সাফল্যের স্বীকৃতিস্বরূপ তাদের এ পুরুস্কার দেয়া হয়। ৫ জন গোল্ড অ্যাওয়ার্ড, ১৫জন সিলভার অ্যাওয়ার্ড এবং ৩০জন ব্রোঞ্জ অ্যাওয়ার্ড লাভ করেন।
মঙ্গলবার প্রশাসনিক ভবনস্থ পুরাতন সিনেট কক্ষে অনুষ্ঠানিকভাবে তাদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাবির উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
|
|
Post Date: 2013-10-09 07:05:05
উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক অ্যাওয়ার্ডপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে বলেন, এ অ্যাওয়ার্ড তরুণ প্রজন্মের মধ্যে সুস্থ প্রতিযোগিতাসুলভ মনোভাব এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করবে।
তিনি বর্তমান বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদের যোগ্য করে গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সততা, নিষ্ঠা ও দেশপ্রেম থাকলে যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব।
এসময় দি ডিউক অব এডিনবরা অ্যাওয়ার্ড ফাউন্ডেশনের জাতীয় পরিচালক অধ্যাপক ড. খন্দকার মোহাম্মদ শরিফুল হুদা, নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক ড. মু. মনজুরুল করিম, রুমানা আহমেদ, কাজল দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-নির্দেশনা ও পরামর্শদান দফতরের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক শাহীন ইসলাম।