/home/admssnxp/smarty/en/templates_c/fbb41b938159df723fcd0924c64def671fc3756d.file.singlelink.tpl.php on line
226
Warning: Attempt to read property "value" on null in
/home/admssnxp/smarty/en/templates_c/fbb41b938159df723fcd0924c64def671fc3756d.file.singlelink.tpl.php on line
226
link_
Warning: Undefined array key "zebra" in
/home/admssnxp/smarty/en/templates_c/fbb41b938159df723fcd0924c64def671fc3756d.file.singlelink.tpl.php on line
227
Warning: Attempt to read property "value" on null in
/home/admssnxp/smarty/en/templates_c/fbb41b938159df723fcd0924c64def671fc3756d.file.singlelink.tpl.php on line
227
">
এবার ৮টি অনুষদে ৪৭টি বিভাগে মোট ৩ হাজার ৬০১ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। ভর্তি পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করেছেন ১ লাখ ৬৮ হাজার ২২৪ জন শিক্ষার্থী। প্রতি আসনের জন্য ৪৭ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
|
প্রকাশিত হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার রুটিন |
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। বুধবার সকাল ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখার উপ-নিবন্ধকার এএইচএম আসলাম হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ১০ থেকে ১৪ নভেম্বর অনুষ্ঠিতব্য এই পরীক্ষায় প্রতিদিন দুইটি করে ইউনিট অনুষ্ঠিত হবে।
|
|
Post Date: 2013-10-09 07:05:05
প্রতিটি ইউনিটের দুই শিফটে এবার জোড়- বিজোড় রোল অনুযায়ী ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে। ১০ নভেম্বর সকাল ৯ টা থেকে ১০ টা পর্যন্ত ‘এ’ ইউনিটের বিজোড় এবং ১১ টা থেকে ১২ টা পর্যন্ত একই ইউনিটের জোড় রোলধারীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই দিনে দুপুর ১ টা থেকে ২ টা পর্যন্ত বি (বিজোড়), সাড়ে ৩ টা থেকে সাড়ে ৪ টা পর্যন্ত একই ইউনিটের জোড় রোলধারীরা পরীক্ষা অংশগ্রহণ করবে।
১১ নভেম্বর ‘ই’, ডি, ১২ নভেম্বর সি, এইচ, ১৩ নভেম্বর এফ ও জি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ১৪ নভেম্বর ‘এ’ ইউনিটভুক্ত বাংলা, আরবী ও ইসলাম শিক্ষা বিভাগের ৪০ নাম্বারের লির্খিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিস্তারিত তথ্য পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.ru.ac.bd -এ।
এবার ৮টি অনুষদে ৪৭টি বিভাগে মোট ৩ হাজার ৬০১ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। ভর্তি পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করেছেন ১ লাখ ৬৮ হাজার ২২৪ জন শিক্ষার্থী। প্রতি আসনের জন্য ৪৭ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার রুটিনের পি ডি এফ ফাইলের লিংক দিয়ে হল-http://admission.ru.ac.bd/