/home/admssnxp/smarty/en/templates_c/fbb41b938159df723fcd0924c64def671fc3756d.file.singlelink.tpl.php on line
মাহবুবুল আলম আরও জানান, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, সরকারি বঙ্গবন্ধু কলেজ, সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজসহ জেলা শহরের গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষা নেয়া হবে। এ বছর ০৬টি ইউনিটের ১৪ বিভাগে মোট ৬৮০ জন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবেন। ইউনিটগুলো হলো- এ, বি, সি, ডি, ই এবং এফ। এ, বি ও সি ইউনিটের ভর্তি পরীক্ষা ২১ নভেম্বর এবং ডি, ই ও এফ ইউনিটের ভর্তি পরীক্ষা ২২ নভেম্বর অনুষ্ঠিত হবে।
এ ইউনিটে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং এবং ফলিত পদার্থবিজ্ঞান, ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ‘বি’ ইউনিটে গণিত, এ্যানালাইটিক্যাল অ্যান্ড এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি এবং পরিসংখ্যান, ‘সি’ ইউনিটে ফার্মেসি, ‘ডি’ ইউনিটে ইংরেজি ও বাংলা, ‘ই’ ইউনিটে সমাজবিজ্ঞান, অর্থনীতি ও লোকপ্রশাসন এবং ‘এফ’ ইউনিটে ব্যবস্থাপনা ও একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ রয়েছে।
ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.bsmrstu.edu.bd-তে পাওয়া যাবে।