|
“এ” ইউনিটভূক্ত বিভাগ সমূহে ভর্তির ক্ষেত্রে প্রার্থীদের মানবিক শাখায় মাধ্যমিক/ সমমান ও উচ্চ মাধ্যমিক/ সমমান পরীক্ষায় আলাদা আলাদাভাবে কমপক্ষে জিপিএ- ৩.০০ (৪র্থ বিষয়সহ) এবং এক্ষেত্রে কমপক্ষে জিপিএ-৬.৫০ থাকতে হবে, বাণিজ্য শাখায় মাধ্যমিক/ সমমান ও উচ্চ মাধ্যমিক/ সমমান পরীক্ষায় আলাদা আলাদাভাবে কমপক্ষে জিপিএ-৩.২৫ (৪র্থ বিষয়সহ) এবং একত্রে কমপক্ষে জিপিএ-৬.৭৫ থাকতে হবে এবং বিজ্ঞান ধারায় মাধ্যমিক/ সমমান ও উচ্চ মাধ্যমিক/ সমমান পরীক্ষায় আলাদা আলাদাভাবে কমপক্ষে জিপিএ-৩.২৫ (৪র্থ বিষয়সহ) এবং একত্রে কমপক্ষে জিপিএ-৭.০০ থাকতে হবে। “এ এবং ও” লেভেলে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের উভয় পরীক্ষায় কমপক্ষে গ্রেড “সি” থাকতে হবে।
“বি ও সি ” ইউনিটভূক্ত বিভাগ সমূহে ভর্তির ক্ষেত্রে প্রার্থীদের মানবিক শাখায় মাধ্যমিক/ সমমান ও উচ্চ মাধ্যমিক/ সমমান পরীক্ষায় আলাদা আলাদাভাবে কমপক্ষে জিপিএ- ৩.০০ (৪র্থ বিষয়সহ) এবং একত্রে কমপক্ষে জিপিএ-৬.৫০ থাকতে হবে, বাণিজ্য ধারায় মাধ্যমিক/ সমমান ও উচ্চ মাধ্যমিক/ সমমান পরীক্ষায় আলাদা আলাদাভাবে কমপক্ষে জিপিএ-৩.২৫ (৪র্থ বিষয়সহ) এবং একত্রে কমপক্ষে জিপিএ-৬.৭৫ থাকতে হবে এবং বিজ্ঞান ধারায় মাধ্যমিক/ সমমান ও উচ্চ মাধ্যমিক/ সমমান পরীক্ষায় আলাদা আলাদাভাবে কমপক্ষে জিপিএ- ৩.২৫ (৪র্থ বিষয়সহ) এবং একত্রে কমপক্ষে জিপিএ-৭.০০ থাকতে হবে। “এ এবং ও” লেভেলে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের উভয় পরীক্ষায় কমপক্ষে গ্রেড “সি” থাকতে হবে।
“ডি, ই এবং এফ” ইউনিটভূক্ত বিভাগ সমূহে ভর্তির ক্ষেত্রে প্রার্থীদের বিজ্ঞান শাখা হতে উত্তীর্ণ হতে হবে এবং মাধ্যমিক/ সমমান ও উচ্চ মাধ্যমিক/ সমমান পরীক্ষায় আলাদা আলাদা ভাবে কমপক্ষে জিপিএ-৩.৫০ (৪র্থ বিষয়সহ) এবং একত্রে কমপক্ষে জিপিএ-৭.৫০ থাকতে হবে । “এ এবং ও” লেভেলে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের উভয় পরীক্ষায় কমপক্ষে গ্রেড “বি” থাকতে হবে।
“জি” ইউনিটভূক্ত বিভাগ সমূহে ভর্তির ক্ষেত্রে প্রার্থীদের মানবিক ও বাণিজ্য শাখায় মাধ্যমিক/ সমমান ও উচ্চ মাধ্যমিক/ সমমান পরীক্ষায় আলাদা আলাদা ভাবে কমপক্ষে জিপিএ-৩.২৫ (৪র্থ বিষয়সহ) এবং একত্রে কমপক্ষে জিপিএ-৬.৭৫ থাকতে হবে এবং বিজ্ঞান শাখায় মাধ্যমিক/ সমমান ও উচ্চ মাধ্যমিক/ সমমান পরীক্ষায় আলাদা আলাদা ভাবে কমপক্ষে জিপিএ-৩.৫০(৪র্থ বিষয়সহ) এবং একত্রে কমপক্ষে জিপিএ-৭.২৫ থাকতে হবে। “এ এবং ও” লেভেলে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের উভয় পরীক্ষায় কমপক্ষে গ্রেড “সি” থাকতে হবে।
“এইচ” ইউনিটভূক্ত বিভাগ সমূহে ভর্তির ক্ষেত্রে প্রার্থীদের মানবিক শাখায় মাধ্যমিক/ সমমান ও উচ্চ মাধ্যমিক/ সমমান পরীক্ষায় আলাদা আলাদা ভাবে কমপক্ষে জিপিএ-৩.০০ (৪র্থ বিষয়সহ) এবং একত্রে কমপক্ষে জিপিএ-৬.৫০ থাকতে হবে এবং বানিজ্য শাখায় মাধ্যমিক/ সমমান ও উচ্চ মাধ্যমিক/ সমমান পরীক্ষায় আলাদা আলাদা ভাবে কমপক্ষে জিপিএ-৩.২৫ (৪র্থ বিষয়সহ) এবং একত্রে কমপক্ষে জিপিএ-৬.৭৫ থাকতে হবে এবং বিজ্ঞান শাখায় মাধ্যমিক/ সমমান ও উচ্চ মাধ্যমিক/ সমমান পরীক্ষায় আলাদা আলাদা ভাবে কমপক্ষে জিপিএ-৩.২৫ (৪র্থ বিষয়সহ) একত্রে কমপক্ষে জিপিএ-৭.০০ থাকতে হবে। “এ এবং ও” লেভেলে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের উভয় পরীক্ষায় কমপক্ষে গ্রেড “সি” থাকতে হবে।
প্রতিটি ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪০০ টাকা। পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে ২৪ নভেম্বরের মধ্যে । ২০১২ সালে এবং ২০১৩ সালে যারা এইচ.এস.সি পাস করেছে এবং ২০০৭ বা তৎপরবর্তীতে যারা এস.এস.সি পাস করেছে তারাই আবেদনের যোগ্য বলে বিবেচিত হবে। পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরবর্তীতে নির্ধারণ করা হবে বলে জানা গেছে।