/home/admssnxp/smarty/en/templates_c/fbb41b938159df723fcd0924c64def671fc3756d.file.singlelink.tpl.php on line
226
Warning: Attempt to read property "value" on null in
/home/admssnxp/smarty/en/templates_c/fbb41b938159df723fcd0924c64def671fc3756d.file.singlelink.tpl.php on line
226
link_
Warning: Undefined array key "zebra" in
/home/admssnxp/smarty/en/templates_c/fbb41b938159df723fcd0924c64def671fc3756d.file.singlelink.tpl.php on line
227
Warning: Attempt to read property "value" on null in
/home/admssnxp/smarty/en/templates_c/fbb41b938159df723fcd0924c64def671fc3756d.file.singlelink.tpl.php on line
227
">
|
ইস্ট ওয়েস্টে ৩ ছাত্র বহিষ্কার! |
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির অবকাঠামোগত সমস্যা সমাধানের দাবিতে আন্দোলন করায় ৩ ছাত্রকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
প্রতিষ্ঠানটির লিফট, এয়ার কন্ডিশন এবং স্টাডি রুম সংষ্কারের দাবিতে বেশ কিছুদিন ধরে আন্দোলন করেছিল ছাত্ররা।
বহিষ্কৃত শিক্ষার্থীরা হলো- শেষ সেমিস্টারের তড়িৎ কৌশল বিভাগেএ ছাত্র আব্দুল্লাহ আল মাহফুজ জাকারিয়া, ব্যবসায় প্রশাসন বিভাগের শেষ সেমিস্টারের ছাত্র কাজি মাহবুবুল হাসান তমাল এবং ব্যবসায় প্রশাসন এর ৫ম সেমিস্টারের ছাত্র তানভীর আহমেদ সিদ্দিকি।
|
|
Post Date: 2014-08-02 10:07:05
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, গত জুন মাসে বেশ গরম পড়ছিল। ওই সময় বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি এসি অকার্যকর হয়ে পড়ে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ে স্টাডি রুম নেই বলে অভিযোগ জানিয়েছিল শিক্ষার্থীরা। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের লিফট নষ্ট হয়ে যায়।
তারা জানান, বেশ কয়েকবার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েও লাভ হচ্ছিল না। একসময়ে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। আন্দোলনে প্রতিদিনই তিন থেকে চারশো শিক্ষার্থী অংশ নিতেন। তবে শেষ সেমিস্টারের এবং সিনিয়র শিক্ষার্থী হওয়াতে এই ৩জনেই বেশিরভাগ সময় প্রশাসনের সঙ্গে কথাবার্তা চালাচ্ছিলেন।
কর্তৃপক্ষ আন্দোলনের মুখে একসময় এসি এবং লিফট ঠিক করলে বিষয়টি শেষ হয়ে যায়। তবে প্রশাসন ভেতরে চাপা ক্ষোভ পুষে রাখে। তারই ফলশ্রুতিতে ঈদের আগের বৃহস্পতিবার এ সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
অভিযোগ সর্ম্পকে জানতে বেশ কয়েকবার ভিসি প্রফেসর আহমেদ শফির অফিসে যোগাযোগ করা হলেও সেই সময় কোন বক্তব্য পাওয়া যায়নি। এছাড়াও তথ্য কর্মকর্তার ফোন নাম্বারেও সংযোগ পাওয়া যায়নি।