/home/admssnxp/smarty/en/templates_c/fbb41b938159df723fcd0924c64def671fc3756d.file.singlelink.tpl.php on line
226
Warning: Attempt to read property "value" on null in
/home/admssnxp/smarty/en/templates_c/fbb41b938159df723fcd0924c64def671fc3756d.file.singlelink.tpl.php on line
226
link_
Warning: Undefined array key "zebra" in
/home/admssnxp/smarty/en/templates_c/fbb41b938159df723fcd0924c64def671fc3756d.file.singlelink.tpl.php on line
227
Warning: Attempt to read property "value" on null in
/home/admssnxp/smarty/en/templates_c/fbb41b938159df723fcd0924c64def671fc3756d.file.singlelink.tpl.php on line
227
">
|
চবি’র ভর্তি পরীক্ষায় তিন ইউনিটকে একীভূত করার বিষয়ে আলোচনা |
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষের অনার্স, বিবিএ ও ইঞ্জিনিয়ারিং কোর্সের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। ২৭ অক্টোবর থেকে শুরু হবে ভর্তি পরীক্ষা। পরীক্ষা চলবে ৬ নভেম্বর পর্যন্ত। বিষয়টি নিশ্চিত করেছেন ভর্তি পরীক্ষা কমিটির সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) এস.এম. আকবর হোছাইন। ৭ অনুষদের অধীনে পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে তিনি জানান।
বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির এ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন চবি |
|
Post Date: 2014-07-28 10:05:05
উপাচার্য অধ্যাপক মো. আনোয়ারুল আজিম আরিফ। এদিকে গত বছর ৯টি ইউনিটের অধিনে পরীক্ষা অনুষ্ঠিত হলেও পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে এ বছর ইউনিট কমিয়ে আনার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। এবছর বিজ্ঞান অনুষদের পরীক্ষার সাথেই বন ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউট (২০১৩-১৪ শিক্ষাবর্ষের ‘এফ’ ইউনিট) এবং সমুদ্র ও মৎস্য বিজ্ঞান ইনস্টিটিউট (২০১৩-১৪ শিক্ষাবর্ষের ‘জি’ ইউনিট)’র গ্রহণ করার বিষয়ে আলোচনা হয়। এছাড়া অন্যান্য অনুষদের উপ-ইউনিটগুলোর পরীক্ষাও একই দিনে গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ফলে শিক্ষার্থীদের কষ্ট লাঘব হবে বলে ধারণা করছে কর্তৃপক্ষ। এ বছরই প্রথমবারের মতো এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের আগে বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। জানা গেছে, ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ১০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে।
ভর্তি পরীক্ষা সম্পর্কে ডিনস কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. ইমরান হোসেন বলেন, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে সামঞ্জস্যতা বজায় রাখার লক্ষ্যে পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে পরীক্ষা কেন্দ্রীক বেশ কিছু পরিবর্তন আনার চেষ্টা করা হচ্ছে।
তিনি আরো বলেন, বন ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউট (২০১৩-১৪ শিক্ষাবর্ষের ‘এফ’ ইউনিট) এবং সমুদ্র ও মৎস্য বিজ্ঞান ইনস্টিটিউট (২০১৩-১৪ শিক্ষার্বষের ‘জি’ ইউনিট)’র পরীক্ষা এ বছর বিজ্ঞান অনুষদের (‘এ’ ইউনিট) সাথে একত্রে গ্রহণ করার বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া অন্যান্য অনুষদগুলোর ক্ষেত্রে একটি করে পরীক্ষা নেয়া হবে বলে তিনি জানান। তবে এ ক্ষেত্রে কলা ও মানববিদ্যা অনুষদের উপ-ইউনিট ভিত্তিক পরীক্ষাগুলোকে একীভূত করার সিদ্ধান্ত পরবর্তীতে গ্রহণ করা হবে বলে তিনি উল্লেখ করেন।
পরীক্ষার নিয়ম, অংশগ্রহণের যোগ্যতা, আবেদনের তারিখসহ অন্যান্য সিদ্ধান্ত পরবর্তীতে গ্রহণ করা হবে বলে জানা গেছে। বিস্তারিত তথ্য চবি ওয়েব সাইটে (www.cu.ac.bd) পাওয়া যাবে।