/home/admssnxp/smarty/en/templates_c/fbb41b938159df723fcd0924c64def671fc3756d.file.singlelink.tpl.php on line
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। স্কুল পর্যায়ের বির্তক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে সেন্ট গ্রেগ্ররি হাই স্কুল ও রানার আপ হয়েছে সাভারের জিরাবো ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল।
কলেজ পর্যায়ের বির্তক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে সরকারি বিজ্ঞান কলেজ ও রানার আপ হয়েছে সেন্ট জোসেফ কলেজ।
অনুষ্ঠানের সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শওকত আলী।
তিনি বলেন, আমাদের দেশকে এগিয়ে নিবে যাবে এই তরুণ সমাজ। তাই তরুণ সমাজকে দেশের উন্নয়নে এগিয়ে আসতে হবে।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এম এ মতিন ও জাহাঙ্গীরনগর ইউনিভাসিটি ডিবেট অর্গানাইজেশন’র মডারেটর অধ্যাপক এ টি এম আতিকুর রহমান, প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল্লাহ আহমেদ চৌধুরী, বর্তমান সভাপতি নূর-ই আলম প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর ইউনিভাসিটি ডিবেট অর্গানাইজেশন’র সাবেক সভাপতি মাসুম রেজা মেহেদী, মুকসিমুল আহসান অপু, তানিয়া, জাকারিয়া পলাশ, ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি তৌফিক।
মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে লাল সবুজের রক্তিম পতাকাকে তরুণ সমাজের কাছে তুলে ধরতে এবং সাম্প্রদায়িক জঙ্গিমুক্ত যুক্তিবাদি সমাজ গড়তে এই বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করা হয়। বির্তকের স্লোগান দেওয়া হয়, দ্রোহের শিখায় রক্তিম প্রাণ, চেতনায় তব মুক্তির গান’।