/home/admssnxp/smarty/en/templates_c/fbb41b938159df723fcd0924c64def671fc3756d.file.singlelink.tpl.php on line
গাজায় চলমান হামলার অবসান এবং ফিলিস্তিনের স্বাধীনতা দাবি করে মানববন্ধনে অংশগ্রহণকারীরা ইসরায়েলের বিপক্ষে ও ফিলিস্তিনের সমর্থনে নানা স্লোগান দেন।
গাজায় ইসরায়েলের হামলার পর বিশ্বের ক্ষমতাধর দেশ ও নেতাদের নীরব ভূমিকার সমালোচনাও করা হয় মানববন্ধন থেকে। একইসঙ্গে এই অমানবিক হত্যাকাণ্ড বন্ধে জাতিসংঘকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ারও দাবি জানানো হয়।
বাংলাদেশ সরকারকে অনতিবিলম্বে গাজাতে মানবিক সাহায্য পাঠানোরও আহবান জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা।
মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ঢাকা ইউনিভার্সিটি জেনারেল স্টুডেন্ট ফোরামের আহ্বায়ক সর্দার আমিরুল ইসলাম সাগর, সদস্য সচিব মায়মুনা মোনেম অনিক, মাহমুদ হাসান, মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান ফরহাদ, বিশিষ্ট বগ্লার রাহুল গালিব।
সর্দার আমিরুল ইসলাম সাগর বলেন, ‘দেশে বেশ কিছু ধর্মভিত্তিক রাজনৈতিক সংগঠন থাকলেও তারা এখন পর্যন্ত যথাযথ কোনো ভূমিকা নিচ্ছে না। এমনকি সরকার ও মূলধারার মিডিয়াগুলো এ ব্যাপারে যে উদাসীন আচরণ করছে তা ন্যাক্কারজনক।’