/home/admssnxp/smarty/en/templates_c/fbb41b938159df723fcd0924c64def671fc3756d.file.singlelink.tpl.php on line
ডিসিপ্লিনের পূর্ববর্তী ২০১১, ২০১২ ও ২০১৩ তিনটি ব্যাচের ১২ জন শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক নিয়েছে। শিক্ষার্থী ইশরাত জাহান সেতু, নাজনিন আক্তার রিতা, উম্মে হাবিবা সোহানা, এসএম সাজ্জাত হোসেন রাজন এবং আব্দুল্লাহ আল মামুনকে চলতি টার্ম ও পরবর্তী টার্ম অর্থাৎ দুই টার্মের জন্য বহিষ্কার করা হয়েছে। তাদের প্রত্যেককে দশ হাজার টাকা জরিমানা এবং অভিভাবককে মূচলেকা দিতে হবে।
এছাড়া মো. আসিফ সুলতান রাজু, চয়ন শেখ, কারিমুন নেসা, ইজাজুল আহমেদ, শেখ মুশফিকুর রহমান, মো. এনামুল হক ও নাঈম রহমান সম্রাট। এদের প্রত্যেককে দশ হাজার টাকা জরিমানা এবং অভিভাবকের মূচলেকা দিতে হবে।
গত ২৩ জুন তারিখ শৃঙ্খলা বোর্ডের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এর আগে ঘটনা সম্পর্কে প্রকৃত তথ্য উদঘাটনের জন্য সমাজ বিজ্ঞান ডিসিপ্লিন কর্তৃক একটি তদন্ত কমিটি গঠন করা হয়। শৃঙ্খলা বোর্ডের ওই সভায় এ তদন্ত প্রতিবেদন বিস্তারিত আলোচনার পর অভিযুক্ত ছাত্র-ছাত্রীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গৃহীত হয়।
তবে নিয়মানুযায়ী শাস্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে আপিল করতে পারবে