/home/admssnxp/smarty/en/templates_c/fbb41b938159df723fcd0924c64def671fc3756d.file.singlelink.tpl.php on line
৬টি মনিটরিং টিম বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর বোর্ড অব ট্রাস্টিজ, ক্যাম্পাস, শিক্ষা কার্যক্রম, সংরক্ষিত তহবিল, সিন্ডিকেটের কর্মপরিধি, নিয়োজিত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীর যোগ্যতা, টিউশন ফি, অডিট, গ্রন্থাগার, গবেষণাগার, চাকরির প্রবিধানমালা, মাতৃত্বকালীন ছুটি, বিভিন্ন কমিটি যেমন-পাঠ্যক্রম কমিটি, অর্থ কমিটি, নিয়োগ কমিটি, শৃঙ্খলা কমিটি ইত্যাদি বিষয়গুলো পর্যবেক্ষণ করে বিদ্যমান ত্রুটি- বিচ্যুতিগুলো চিহ্নিত করেছে।
এদিকে, আজ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ও প্রফেসর ড. এ কে আজাদ চৌধুরীর সভাপতিত্বে ইউজিসিতে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় কমিশনের সম্মানিত সদস্য প্রফেসর ড. এম মুহিবুর রহমান, প্রফেসর ড. মোহাম্মাদ মোহাব্বত খান, প্রফেসর ড.আবুল হাশেম, প্রফেসর ড. মো. আখতার হোসেন উপস্থিত ছিলেন।
সভায় মনিটরিং টিমের পর্যবেক্ষণ ও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং কিছু সংখ্যক বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন যথাযথভাবে অনুসরণ করছে না বলে সভায় জানানো হয়। ২০১৫ সালের সেপ্টেম্বরের মধ্যে যে সব বেসরকারি বিশ্ববিদ্যালয় নিজস্ব ক্যাম্পাসে না যাবে তারা নতুন কোন শিক্ষার্থী ভর্তি করতে পারবে না। বর্তমানে দেশের ১১৪ টি বিশ্ববিদ্যালয়ে ২৬ লাখ ছাত্র-ছাত্রী রয়েছে।
এ কে আজাদ চৌধুরী বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০ বাস্তবায়নের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলোর বোর্ড অব ট্রাস্টিজের সাথে কমিশন পদক্ষেপ গ্রহণ করবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি এসব পরিদর্শনের পরিপ্রেক্ষিতে শিগগিরই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে র্যাংকিং সিস্টেম প্রবর্তনের সম্ভব্যতা নিয়েও সভায় আলোচনা হয়। তিনি বলেন, ইউজিসি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার মানোন্নয়ন, গবেষণা, ডিজিটাল লাইব্রেরি প্রতিষ্ঠা এবং তাদেরকে বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত করার উদ্যোগ গ্রহণ করেছে।