/home/admssnxp/smarty/en/templates_c/fbb41b938159df723fcd0924c64def671fc3756d.file.singlelink.tpl.php on line
226
Warning: Attempt to read property "value" on null in
/home/admssnxp/smarty/en/templates_c/fbb41b938159df723fcd0924c64def671fc3756d.file.singlelink.tpl.php on line
226
link_
Warning: Undefined array key "zebra" in
/home/admssnxp/smarty/en/templates_c/fbb41b938159df723fcd0924c64def671fc3756d.file.singlelink.tpl.php on line
227
Warning: Attempt to read property "value" on null in
/home/admssnxp/smarty/en/templates_c/fbb41b938159df723fcd0924c64def671fc3756d.file.singlelink.tpl.php on line
227
">
|
প্রশ্নফাঁসে যাবজ্জীবন সাজার আইন চেয়ে রিট |
প্রশ্নপত্র ফাঁসে যাবজ্জীবন সাজার বিধান রেখে ‘প্রশ্নপত্র ফাঁস নিয়ন্ত্রণ/দমন আইন’ করার নির্দেশনা চেয়ে রিট করেছেন এক আইনজীবী। মঙ্গলবার সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইউনুস আলী আকন্দ সংশ্লিষ্ট শাখায় এই রিট আবেদন করেন।
রিটে ‘প্রশ্নপত্র ফাঁস নিয়ন্ত্রণ/দমন আইন’ প্রণয়নে কেন নির্দেশনা দেয়া হবে না, মর্মে রুলও চাওয়া হয়েছে।
সব পাবলিক পরীক্ষা, এমবিবিএস, বিডিএস ও বিশ্ববিদ্যালয়ের ভর্তিসহ সব ধরনের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রোধে আইন প্রণয়নের নির্দেশনার পাশাপাশি চলমান বছরের বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্ন ফাঁস হওয়ার ঘটনা তদন্তে বিচার বিভাগীয় কমিশন গঠনের নির্দেশনাও চাওয়া হয়েছে রিটে।
|
|
Post Date: 2014-06-10 05:10:05
রিটে বিবাদী হিসেবে রয়েছেন শিক্ষা সচিব, মন্ত্রিপরিষদ সচিব, স্বাস্থ্য সচিব, আইন সচিব, সংসদ সচিবালয়ের সচিব প্রমুখ। আইনজীবী ইউনুস আলী আকন্দ বলেন, “প্রশ্নপত্র ফাঁস একটি মারাত্মক অপরাধ। কিন্তু এই অপরাধ দমনে সুনির্দিষ্ট কোনো আইন নেই। এ জন্য একদিকে যেমন অপরাধীরা অপরাধ করতে সাহসী হচ্ছে। অন্যদিকে সরাসরি আইন না থাকায় অপরাধ করেও পার পেয়ে যাচ্ছে।
রিটে বেশ কিছু পত্রিকার প্রতিবেদন যুক্ত করা হয়, যার একটিতে দেখা যায় অধ্যাপক জাফর ইকবালও গত ৩ জুন এ বিষয়ে আইন প্রণয়নের দাবি তুলেছিলেন।
ইউনুস আলী বলেন, “আমাদের অভিভাবকরা প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে রাস্তায় নেমেছেন। আমাদের শিক্ষকরাও রাস্তায় নেমেছেন, শহীদ মিনারে অবস্থান নিয়েছেন। কারণ তারা বুঝতে পেরেছেন, প্রশ্নপত্র ফাঁসের ক্ষতি শত বছরেও পূরণ করে নেয়া যায় না। এটাকে যে কোনোভাবে ঠেকাতে হবে।”