/home/admssnxp/smarty/en/templates_c/fbb41b938159df723fcd0924c64def671fc3756d.file.singlelink.tpl.php on line
226
Warning: Attempt to read property "value" on null in
/home/admssnxp/smarty/en/templates_c/fbb41b938159df723fcd0924c64def671fc3756d.file.singlelink.tpl.php on line
226
link_
Warning: Undefined array key "zebra" in
/home/admssnxp/smarty/en/templates_c/fbb41b938159df723fcd0924c64def671fc3756d.file.singlelink.tpl.php on line
227
Warning: Attempt to read property "value" on null in
/home/admssnxp/smarty/en/templates_c/fbb41b938159df723fcd0924c64def671fc3756d.file.singlelink.tpl.php on line
227
">
|
কলকাতায় থাকা-খাওয়ার সুবিধাসহ স্কলারশীপ |
উন্নয়নশীল দেশের শিক্ষার্থীদের পদার্থবিদ্যায় পিএইচডি ও পোস্টডক্টোরাল ডিগ্রী পড়াশনায় স্কলারশীপ দিচ্ছে কলকাতার দি ওয়াল্ড একাডেমি অব সাইন্স ও এসএন বোস ন্যাশনাল সেন্টার। এ স্কলারশীপের আওতায় শিক্ষার্থীদের অবশ্যই ভারতের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশুনা করতে হবে।
|
|
Post Date: 2014-04-29 11:10:05
২০১৪-১৫ সালের স্কলারশীপ পেতে আগ্রহী শিক্ষার্থীদের ৩১ আগষ্ট এর মধ্যে অনলাইনে ফরম পূরণ করে ই-মেইলে আবেদন পাঠাতে হবে।
স্কলারশীপে পিএইচডির জন্য এক বছর ও পোস্টডক্টোরাল ডিগ্রীর জন্য ৬- ১২ মাস সময় নির্ধারণ করা হয়েছে। পদার্থ বিদ্যার পাশাপাশি ইঞ্জিনিয়ারিং সাইন্স, জোতির্বিদ্যা, স্থাপত্যবিদ্যা ও গাণিতিক বিজ্ঞানেও এ স্কলারশীপ সুবিধা দেয়া হবে বলে জানা গেছে।
এক্ষেত্রে শিক্ষার্থীদের ভিসা, উচ্চশিক্ষা সংক্রান্ত প্রয়োজনীয় সকল তথ্য ও কাগজপত্র নিয়ে ইংরেজীতে অনলাইনে আবেদন করতে হবে। আগ্রহীদের অবশ্যই উন্নয়নশীল দেশের নাগরিক হতে হবে
এছাড়া স্কলারশীপে যেতে আগ্রহী শিক্ষার্থীদের বয়স ৩১ ডিসেম্বর ২০১৪ এর মধ্যে সর্বোচ্চ ৩৫ হতে হবে।
তবে উন্নয়নশীল দেশের স্থায়ী বাসিন্দারা যারা অস্থায়ী ভিসা প্রাপ্ত তারা এই স্কলারশীপে অংশ নিতে পারবেন না। এনএন বোস ন্যাশনাল সেন্টার কর্তৃক আবেদনপত্র গৃহিত হওয়ার পরেই পাওয়া যাবে এই সুবিধা। স্কলারশীপের অনুদানে শিক্ষার্থীদের থাকা-খাওয়া ও স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার সমাধান করা হবে।
আবেদনপত্র, ভর্তি ও স্কলারশীপ সংক্রান্ত বিস্তারিত তথ্য পেতে শিক্ষার্থীদের 2014 TWAS-SN Bose Fellowship Programme in Physical Sciences, India : Scholarship Positions 2014 2015 এই ঠিকানায় যোগাযোগ করতে হবে।