|
পরবর্তীতে সাধারণ শিক্ষার্থীদের সমস্যা হতে পারে ভেবে শিক্ষকরা ক্লাস না নিয়ে ছাত্র-ছাত্রীদের ছুটি দিয়ে দেন। এরপর প্রশাসন ভবনের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগন দিতে থাকে আন্দোলনরত শিক্ষার্থীরা। সকাল সাড়ে ১০ টার দিকে বিক্ষোভ মিছিল বের করে তারা। মিছিলটি বিভিন্ন অনুষদ প্রদক্ষিণ করে।
দুপুর সাড়ে ১২ টার দিকে মাৎস্যবিজ্ঞান অনুষদের সামনে থেকে সিরিঞ্জে করে রক্ত নিয়ে প্রশাসন ভবনের সামনে এসে প্রতিবাদ করে তারা। বিভিন্ন অনুষদের প্রবেশদ্বারে রক্ত ছিটিয়ে সাদ হত্যার প্রতিবাদ জানায়। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, ক্লাস-পরীক্ষা বর্জন করার পরও বিভিন্ন অনুষদে ক্লাস-পরীক্ষা হয়েছে। তাই আমরা সাদের প্রতীকী রক্ত ছিটিয়েছি। কেউ ক্লাস করতে চাইলে এবং কোনো শিক্ষক ক্লাস নিতে চাইলে আমাদের রক্তের ওপর দিয়ে ক্লাসে যেতে হবে।
ছাত্র সমিতির স্মারকলিপি: চার দফা দাবিতে ছাত্র সমিতির নেতারা উপাচার্য অধ্যাপক ড. রফিকুল হকের বাসভবনে বুধবার রাত ৯ টায় মতবিনিময় করেন। এসময় নেতারা উপাচার্য বরাবর স্মারকলিপি দেন। চার দফা দাবি হচ্ছে- ক্লাস পরীক্ষা সুষ্ঠুভাবে চলা, শিক্ষক লাঞ্ছিতকারীদের অবিলম্বে খুঁজে বের করা, প্রশাসনিক এবং একাডেমিক কাজে বাধাদানকারীদের শাস্তির ব্যবস্থা করা এবং কোনো অছাত্র যেন হলে থাকতে না পারে তার ব্যবস্থা করা। তারা আরও দাবি করেন, শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য হাসিল এবং বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করতে কতিপয় অছাত্র ও বহিরাগত এবং একটি রাজনৈতিক ব্যানারের নেতারা শিক্ষার্থীদের হল থেকে জোর করে আন্দোলনে নামাচ্ছে।
ক্লাস পরীক্ষা: আন্দোলনকারীরা আন্দোলন অব্যাহত রেখে অনির্দিষ্টকালের জন্য ক্লাস পরীক্ষা বর্জন করেছে। এবিষয়ে আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের পক্ষে আনাস আল ইসলাম বলেন, আমরা অনির্দিষ্টকালের জন্য ক্লাস পরীক্ষা বর্জন করেছি। কেউ ক্লাসে গেলে আমাদের রক্তের ওপর দিয়ে ক্লাসে যেতে হবে। এদিকে আগামী রোববার থেকে সকল অনুষদের শিক্ষকরা ক্লাসে ফেরার ঘোষণা দিয়েছেন। মাৎস্য বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. ইদ্রিস মিয়া বলেন, কে বা কারা আমাদের অনুষদের সামনে ঢোকার পথে রক্ত ছিটিয়ে রেখেছে। এটি খুবই দুঃখজনক।
সম্পূরক তদন্ত কমিটির প্রধান অধ্যাপক ড. এটিএম জিয়াউদ্দিন বলেন, তদন্ত প্রতিবেদন যতো দ্রুত সম্ভব শেষ করার চেষ্টা করব। আমি আশাকরি এরপর আর কোনো তদন্তের প্রয়োজন হবে না।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রফিকুল হক বলেন, আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে আমার বৈঠক হয়েছে। শিক্ষার্থীরা অতি দ্রুত ক্লাসে ফেরার ব্যাপারে আমি আশাবাদি।
বাংলামেইল২৪