/home/admssnxp/smarty/en/templates_c/fbb41b938159df723fcd0924c64def671fc3756d.file.singlelink.tpl.php on line
226
Warning: Attempt to read property "value" on null in
/home/admssnxp/smarty/en/templates_c/fbb41b938159df723fcd0924c64def671fc3756d.file.singlelink.tpl.php on line
226
link_
Warning: Undefined array key "zebra" in
/home/admssnxp/smarty/en/templates_c/fbb41b938159df723fcd0924c64def671fc3756d.file.singlelink.tpl.php on line
227
Warning: Attempt to read property "value" on null in
/home/admssnxp/smarty/en/templates_c/fbb41b938159df723fcd0924c64def671fc3756d.file.singlelink.tpl.php on line
227
">
|
শিক্ষাসফর নিয়ে নিদের্শনা জারি করবে মন্ত্রণালয় |
প্রায়ই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা সফরে ঘটে দুর্ঘটনা, হতাহতের পাশাপাশি ঘটে মৃত্যুর ঘটনা। সম্প্রতি সেন্টমার্টিন সমুদ্র সৈকতের দুর্ঘটনায় আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুজনের মৃত্যু ও ৪ জন শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন।
এমন ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আর দুর্ঘটনা রোধে বিশেষ নির্দেশনা জারি করা হবে বলেও জানিয়েছেন মন্ত্রী।
বুধবার আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গিয়ে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যন্সেলর প্রফেসর ড. এম সফিউল্লাহসহ অন্যান্য শিক্ষকদের সঙ্গে সাক্ষাৎ করে এ মর্মান্তিক দুর্ঘটনায় গভীর সমবেদনা জ্ঞাপন করেন মন্ত্রী। এসময় তিনি শিক্ষা সফর নিয়ে নির্দেশনা জারির কথা বলেন।
|
|
Post Date: 2014-04-16 02:05:05
আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষকদের সঙ্গে আলোচনাকালে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘এখন থেকে কোন শিক্ষার্থী বা দলকে এধরনের শিক্ষা সফরে বা পিকনিকে বা পরিদর্শনে যাবার পূর্বে স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের অনুমতি গ্রহণ করতে হবে।’
মন্ত্রী আরো জানান, শিক্ষা প্রতিষ্ঠানকে সফরের স্থান সম্পর্কে ভালোভাবে জানানো ও সফররত শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সফর সম্পর্কে স্থানীয় প্রশাসনকে আগে থেকে জানাতে হবে। এ বিষয়ে শীঘ্রই শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি নির্দেশনা জারি করা হবে।
শিক্ষামন্ত্রী সেন্ট মার্টিনের এ দুর্ঘটনায় দুজন মৃত্যুবরণ করা এবং ৪ জন নিখোঁজ হওয়ায় গভীর শোক প্রকাশ করেন। তিনি নিহত ও নিখোঁজ শিক্ষার্থীদের শোকসন্তপ্ত পরিবারের সদস্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সহপাঠীদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, চলতি সপ্তাহে শিক্ষার্থীদের একটি দল সেন্টমার্টিন সমুদ্র সৈকতে গোসল করতে নামলে তাদের মধ্য থেকে ২ জন মারা যায়, ৪ জন নিখোঁজ হয় এবং ৫ জন মারাত্মকভাবে আহত হয়। এর আগেও দেশের বিভিন্ন স্থানের শিক্ষার্থীরা পিকনিকে কক্সবাজার বা সেন্টমার্টিনে গেলে এধরনের দুর্ঘটনা ঘটেছে।