/home/admssnxp/smarty/en/templates_c/fbb41b938159df723fcd0924c64def671fc3756d.file.singlelink.tpl.php on line
226
Warning: Attempt to read property "value" on null in
/home/admssnxp/smarty/en/templates_c/fbb41b938159df723fcd0924c64def671fc3756d.file.singlelink.tpl.php on line
226
link_
Warning: Undefined array key "zebra" in
/home/admssnxp/smarty/en/templates_c/fbb41b938159df723fcd0924c64def671fc3756d.file.singlelink.tpl.php on line
227
Warning: Attempt to read property "value" on null in
/home/admssnxp/smarty/en/templates_c/fbb41b938159df723fcd0924c64def671fc3756d.file.singlelink.tpl.php on line
227
">
|
ঢাবি ও বুয়টের শিক্ষার্থীরা ল্যাপটপে ঋণ পাবে |
বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের ল্যাপটপের জন্য ঋণ দেয়ার উদ্যোগ বাস্তবায়নের জন্য কাজ করছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের আইসিটি বিভাগ। এরমধ্যে বিভিন্ন ব্যাংক সহজ শর্তে ঋণ দেয়ার আগ্রহও প্রকাশ করেছে। প্রাথমিক পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ১ম বর্ষের শিক্ষার্থীদের মাঝ থেকে বাছাই করে ৫শ জনকে এ ল্যাপটপ দেয়া হবে। পরবর্তীতে আরও ব্যাপক আকারে এ ঋণ দেয়ার কর্মসূচি শুরু হবে।
মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে বিসিসি ভবনের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সভা কক্ষে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, জনতা ব্যাংক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সভায় এসব প্রস্তাব উপস্থাপন করা হয়।
|
|
Post Date: 2014-04-10 05:05:10
বৈঠকে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের ৭০ শতাংশ মফস্বল থেকে আসা, এবং তাদের ৬ শতাংশের ল্যাপটপ আছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ল্যাপটপ দেয়া হলে এর মাধ্যমে তারা আউটসোর্সিংয়ের মাধ্যমে তথ্যপ্রযুক্তির আন্তর্জাতিক বাজারে নিজের অবস্থান ঘোষণা ও প্রতিযোগিতামূলক কাজ নিয়ে আসতে পারবে। এতে করে একদিকে তার কর্মসংস্থান হবে, অন্যদিকে বাংলাদেশ বৈদেশিক মুদ্রা আয় করতে পারবে এবং অর্থনৈতিক অগ্রগতি নিশ্চিত হবে। সর্বোপরি ল্যাপটপ দেয়ার মধ্যদিয়ে ডিজিটাল ডিভাইড কমে আসবে।
সভায় উপস্থিত ছিলেন- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব কামাল উদ্দিন আহমেদ, আইসিটি অধিদপ্তরের মহাপরিচালক মুস্তাফা কামাল উদ্দিন, আইসিটি বিভাগের যুগ্ম-সচিব কামাল উদ্দিন আহমেদ, জনতা ব্যাংকের ডিএমডি একেএম আশরাফ উদ্দিন খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. এামুনুর রশীদ, জনতা ব্যাংকের আইটি বিভাগের প্রধান ড. হাফিজ মো. ঘাসান বাবু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইটি সোসাইটির সভাপতি আবদুল্লাহ আল ইমরান প্রমুখ।