/home/admssnxp/smarty/en/templates_c/fbb41b938159df723fcd0924c64def671fc3756d.file.singlelink.tpl.php on line
226
Warning: Attempt to read property "value" on null in
/home/admssnxp/smarty/en/templates_c/fbb41b938159df723fcd0924c64def671fc3756d.file.singlelink.tpl.php on line
226
link_
Warning: Undefined array key "zebra" in
/home/admssnxp/smarty/en/templates_c/fbb41b938159df723fcd0924c64def671fc3756d.file.singlelink.tpl.php on line
227
Warning: Attempt to read property "value" on null in
/home/admssnxp/smarty/en/templates_c/fbb41b938159df723fcd0924c64def671fc3756d.file.singlelink.tpl.php on line
227
">
তিনি গ্রাজুয়েটদের অভিনন্দন জানিয়ে বলেন, ‘আজ তোমরা দেশের উচ্চতর মানবসম্পদ। তোমাদের মনে রাখতে হবে আজকে এ সমাবর্তন একদিকে যেমন তোমাদের আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিচ্ছে, তোমাদের দায়িত্ব অর্পণ করছে। সে দায়িত্ব নিজের প্রতি পরিবার সমাজ ও সর্বপরি দেশের প্রতি।
তিনি গ্রাজুয়েটদের অভিনন্দন জানিয়ে বলেন, ‘আজ তোমরা দেশের উচ্চতর মানবসম্পদ। তোমাদের মনে রাখতে হবে আজকে এ সমাবর্তন একদিকে যেমন তোমাদের আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিচ্ছে, তোমাদের দায়িত্ব অর্পণ করছে। সে দায়িত্ব নিজের প্রতি পরিবার সমাজ ও সর্বপরি দেশের প্রতি।’
সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪৮তম সমাবর্তনে সভাপতির বক্তব্যে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এসব কথা বলেন।
|
ঢাবির ৪৮তম সমাবর্তন শিক্ষার্থীদের রাজনীতিতে আসার আহ্বান রাষ্ট্রপতির |
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪৮তম সমাবর্তনে গ্রাজুয়েটদের উদ্দেশে বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে জাতির প্রত্যাশা অনেক।এ প্রত্যাশা পূরণ করতে সবাইকে এগিয়ে আসতে হবে। শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করাসহ মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে ইতিবাচক ছাত্র রাজনীতি চর্চায় ছাত্রদের এগিয়ে আসতে হবে।
|
|
Post Date: 2014-04-07 06:05:05
রাষ্ট্রপতি আরো বলেন, ‘আজ আমরা ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়েছি। আজকের লড়াইয়ে শুভ শক্তির জয় না হলে রাষ্ট্র হিসেবে জাতি হিসেবে আমরা আবার পিছিয়ে যাবো। আমরা আবার পরিচিতি লাভ করব উগ্রবাদী, সন্ত্রাসী, ধর্মান্ধ ও পশ্চাৎপদ জাতি হিসেবে। মুখ থুবড়ে পরবে আমাদের অর্থনৈতিক ও সাংস্কৃতিক অগ্রগতির চাকা। জাতি হিসেবে আমরা হবো নিন্দিত।’
একটি জাতিকে গড়ে তুলতে প্রথম সোপান হচ্ছে শিক্ষা উল্লেখ করে তিনি আরো বলেন, ‘শুধু অর্থনৈতিক উন্নয়ন নয়, বরং বুদ্ধিভিত্তিক উন্নয়ন, অসাম্প্রদায়িক জীবনবোধ, সর্বোপরি গভীর দেশপ্রেম জাগ্রত করার একমাত্র উপায় হচ্ছে মানসম্মত শিক্ষা।’
তিনি আরও বলেন, ‘১৯৭৫ সালের ১৫ই আগষ্ট চ্যান্সেলর হিসেবে বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার কথা ছিলো। কিন্তু স্বাধীনতা বিরোধী ধাতকচক্র সেদিনটিতেই তাকে হত্যা করে। অর্থাৎ বুঝায় যায়, সমাজের সমাজের এই পশ্চাৎপদ শক্তি শিক্ষার আলোকে ভয় পায়। মুক্তিযুদ্ধে আমরা বিজয়ী হলেও পঁচাত্তরের এই প্রতিবিপ্লবের ফলে মুক্তিযুদ্ধের পক্ষের ও বিপক্ষের শক্তির লড়াই, প্রগতি ও প্রতিক্রিয়ার লড়াই, শুভ ও অশুভের লড়াই ধর্মপরায়ণতা ও ধর্মান্ধতার লড়াই আমাদের সমাজ ও রাষ্ট্র থেকে শেষ হয়ে যায়নি।’
তিনি উপস্থিত শিক্ষকদের উদ্দেশ্য করে বলেন, ‘শিক্ষার সঙ্গে আনন্দের সংযোগ ঘটাতে হবে। মানবপ্রেম, মনুষ্যত্ব, সংস্কৃতি, ঐতিহ্য, জ্ঞান, প্রযুক্তি নির্ভর কৌশলকে শিক্ষার সাথে সম্মিলত ঘটাতে হবে। সার্টিফিকেট সর্বস্ব শিক্ষা নয়, নোট মুখস্ত করে পাশ করার শিক্ষা নয়, আলোকিত মানুষ হবার শিক্ষা চাই, সৃজনশীল ব্যাক্তিত্ব গড়ার শিক্ষা চাই। হাজার দুয়ারী আলেকিত রাজ্যে প্রবেশের মাধ্যমে হেকা শিক্ষা।’
উল্লেখ্য, এবারের ৪৮তম সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইউরোপীয় অর্গানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চ এর মহপরিচাল অধ্যাপক রোল্ফ হুয়ারে। সমামর্তনে তাকে ডক্টর অব সাইন্স ডিগ্রী প্রদান করা হয়। এবার সমাবর্তনে ৮ হাজার ৩২২ গ্রাজুয়েট শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
সুত্রঃ বাংলামেইল