/home/admssnxp/smarty/en/templates_c/fbb41b938159df723fcd0924c64def671fc3756d.file.singlelink.tpl.php on line
226
Warning: Attempt to read property "value" on null in
/home/admssnxp/smarty/en/templates_c/fbb41b938159df723fcd0924c64def671fc3756d.file.singlelink.tpl.php on line
226
link_
Warning: Undefined array key "zebra" in
/home/admssnxp/smarty/en/templates_c/fbb41b938159df723fcd0924c64def671fc3756d.file.singlelink.tpl.php on line
227
Warning: Attempt to read property "value" on null in
/home/admssnxp/smarty/en/templates_c/fbb41b938159df723fcd0924c64def671fc3756d.file.singlelink.tpl.php on line
227
">
ভর্তি সংক্রান্ত তথ্যাবলী খুলনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.ku.ac.bd/admission এ পাওয়া যাবে।
|
খুবির ভর্তি পরীক্ষা শুরু ২৭ ফেব্রুয়ারি |
খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৭, ২৮ ফেব্রুয়ারি ও ১ মার্চ অনুষ্ঠিত হবে। ৯৭৯টি আসনের জন্য এবার পরীক্ষার্থী রয়েছে ৪০ হাজার ১৩৮ জন। ভর্তি পরীক্ষা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে কেন্দ্র ও শহরের ৫টি শিক্ষাপ্রতিষ্ঠানকে উপকেন্দ্র হিসেবে নির্ধারণ করে সময়সূচি, আসন বিন্যাস চূড়ান্ত করা হয়েছে। |
|
Post Date: 2014-02-26 00:00:00
ভর্তি পরীক্ষার প্রথম দিন বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সমাজ বিজ্ঞান স্কুল এবং বেলা ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কলা ও মানবিক স্কুল, শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল এবং বেলা আড়াইটা থেকে বিকাল ৪টা পর্যন্ত চারুকলা ইন্সটিটিউট এবং শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুল এবং একই দিন বেলা ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত জীববিজ্ঞান স্কুলের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কেন্দ্রে এবার রোল নং- ০০০০১ থেকে ০৩৫৫০ পর্যন্ত, খুলনা সিটি কর্পোরেশন উইমেন্স কলেজ উপ-কেন্দ্রে ০৩৫৫১ থেকে ০৫৭০০ পর্যন্ত, রেভারেন্ড পল্স হাইস্কুল উপ-কেন্দ্রে ০৫৭০১ থেকে ০৭৩০০ পর্যন্ত, আযম খান সরকারি কমার্স কলেজ উপ-কেন্দ্রে ০৭৩০১ থেকে ০৮৭০০ পর্যন্ত, খুলনা মডেল স্কুল অ্যান্ড কলেজ উপ-কেন্দ্রে ০৮৭০১ থেকে ১০৫০০ পর্যন্ত এবং পাবলিক কলেজ উপ-কেন্দ্রে ১০৫০১ থেকে ১১৩০০ রোল পর্যন্ত পরীক্ষার্থীদের পরীক্ষা গ্রহণ করা হবে। ভর্তি সংক্রান্ত তথ্যাবলী খুলনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.ku.ac.bd/admission এ পাওয়া যাবে।