|
সংশ্লিষ্ট ইউনিট সমন্বয়কারী সূত্রে জানা যায়, আগামী ১ ফেব্রুয়ারী শনিবার ২০১৩-১৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণীর প্রথম বর্ষের সাক্ষাৎকার শুরু হচ্ছে। সকাল ১০টা থেকে সংশ্লিষ্ট ইউনিট কার্যালয়ে সাক্ষাতকার গ্রহণ অনুষ্ঠিত হবে।
আগামী ১ ও ২ ফেব্রুয়ারী ধর্মতত্ত্ব অনুষদভুক্ত ‘এ’, কলা অনুষদভুক্ত ‘বি’, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘সি’, ব্যবসায় অনুষদভুক্ত ‘জি’, আইন ও শরিয়াহ অনুষদভুক্ত ‘এইচ’ ইউনিট, ২ ফেব্রুয়ারী বিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ও ‘এফ’ ইউনিট এবং ১ ফেব্রুয়ারী বিজ্ঞান অনুষদভুক্ত ই ইউনিটের মৌখিক সাক্ষাতকার অনুষ্ঠিত হবে।
তবে সকল ইউনিটের সাক্ষাতকার সকাল ১০টায় শুরু হলেও ‘ই’ ইউনিটের সাক্ষাৎকার সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। সাক্ষাৎকারের সময় এসএসসি/সমমান, এইচএসসি/সমমান পরীক্ষার নম্বরপত্র, মূল সনদ, রেজিষ্ট্রেশন কার্ড, ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের ছবিসহ প্রয়োজনীয় কাগজপত্র অবশ্যই সঙ্গে আনতে হবে।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটি সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ১ ফেব্রুয়ারি হতে ৯ ফেব্রুয়ারি’র মধ্যে সংশ্লিষ্ট বিভাগের সভাপতির অফিস থেকে ভর্তির আবেদন ফরম সংগ্রহ করে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।
এসময় বিভাগীয় সভাপতি ও হল প্রাধ্যাক্ষ্যের সুপারিশ নিয়ে ৯ ফেব্রুয়ারি’র মধ্যে একাডেমিক শাখায় প্রয়োজনীয় কাগজপত্র ও নির্ধারিত ফি জমা দিতে হবে এবং ১০ ফেব্রুয়ারি’র মধ্যে ভর্তি হতে হবে।
মেধা তালিকা হতে ভর্তিকৃত শিক্ষার্থীরা ১১ ফেব্রুয়ারি হতে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত আসন খালি থাকা সাপেক্ষে বিভাগ পরিবর্তন করতে পারবে। মেধা তালিকা হতে ভর্তির পর আসন খালি থাকা সাপেক্ষে অপেক্ষমান মেধা তালিকা থেকে ভর্তিচ্ছুদের ১৭ ফেব্রুয়ারি হতে ২৬ ফেব্রুয়ারির মধ্যে সংশ্লিষ্ট বিভাগীয় সভাপতির অফিস থেকে ভর্তির আবেদন ফরম সংগ্রহ করে ২৬ ফেব্রুয়ারির মধ্যে একাডেমিক শাখায় জমা দিতে হবে এবং ২৭ ফেব্রুয়ারি ভর্তি হতে হবে।
বিশেষ কোটায় ভর্তি ১৭ ফেব্রুয়ারী হতে ২৭ ফেব্রুয়ারী’র মধ্যে সম্পন্ন হবে। এক্ষেত্রে ২৬ জানুয়ারি হতে ২ ফেব্রুয়ারি’র মধ্যে অগ্রণী ব্যাংক ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা থেকে নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ করে ২ ফেব্রুয়ারি’র মধ্যে সংশ্লিষ্ট কোটার সদস্য সচিবের নিকট জমা দিতে হবে। ভর্তি বিষয়ে বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওযেবসাইটে (www.iu.ac.bd) পাওয়া যাবে।
উল্লেখ্য, এবার বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৪শত ৬৫ টি আসনের বিপরীতে মোট ৭৪হাজার ৫শত ২৯ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য আবেদন করেন। গত ২৪ জানুয়ারী ভর্তি পরীক্ষা শেষ হয়। শুরু হয়েছিল ১৮ জানুয়ারী।