/home/admssnxp/smarty/en/templates_c/fbb41b938159df723fcd0924c64def671fc3756d.file.singlelink.tpl.php on line
226
Warning: Attempt to read property "value" on null in
/home/admssnxp/smarty/en/templates_c/fbb41b938159df723fcd0924c64def671fc3756d.file.singlelink.tpl.php on line
226
link_
Warning: Undefined array key "zebra" in
/home/admssnxp/smarty/en/templates_c/fbb41b938159df723fcd0924c64def671fc3756d.file.singlelink.tpl.php on line
227
Warning: Attempt to read property "value" on null in
/home/admssnxp/smarty/en/templates_c/fbb41b938159df723fcd0924c64def671fc3756d.file.singlelink.tpl.php on line
227
">
এবছর ২৩০৬ আসনের বিপরীতে মেধাক্রম অনুযায়ী প্রথম ২৫০০ মেধাক্রমধারী ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছে।
|
১৫ জানুয়ারী ঢাবির ‘খ’ ইউনিটের সাক্ষাতকার |
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের অধীনে সম্মান ১ম বর্ষ ভর্তি পরীক্ষার সাক্ষাৎকার ১৫ জানুয়ারী বুধবার শুরু হবে। চলবে ১৯ জানুয়ারী রোববার পর্যন্ত। কলা অনুষদের ডিন কার্যালয়ের নীচতলার সভাকক্ষে (কক্ষ নং ১০০১) এই সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে admission.eis.du.ac.bd দেওয়া ভর্তি বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা যায়।
এবছর ২৩০৬ আসনের বিপরীতে মেধাক্রম অনুযায়ী প্রথম ২৫০০ মেধাক্রমধারী ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছে।
|
|
Post Date: 2014-01-11 05:55:05
সাক্ষাৎকারের সময় ছাত্র-ছাত্রীদের ভর্তি পরীক্ষার মূল প্রবেশপত্র, ওয়েবসাইটে পূরণকৃত ফরমের কপি, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার মূল নম্বরপত্র ও ফটোকপি, উচ্চ মাধ্যমিক পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড ও ফটোকপিসহ ২কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙ্গিন ছবি সঙ্গে নিয়ে আসতে হবে।
একই ইউনিটের অধীন সংগীত ও নাট্যকলা বিভাগে ভর্তির জন্য মেধাক্রম অনুযায়ী ০১ থেকে ৪০০০ পর্যন্ত ছাত্র-ছাত্রীদের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা আগামী ২০ জানুয়ারী সোমবার থেকে ২২ জানুয়ারী বুধবার পর্যন্ত অনুষ্ঠিত হবে।