/home/admssnxp/smarty/en/templates_c/fbb41b938159df723fcd0924c64def671fc3756d.file.singlelink.tpl.php on line
226
Warning: Attempt to read property "value" on null in
/home/admssnxp/smarty/en/templates_c/fbb41b938159df723fcd0924c64def671fc3756d.file.singlelink.tpl.php on line
226
link_
Warning: Undefined array key "zebra" in
/home/admssnxp/smarty/en/templates_c/fbb41b938159df723fcd0924c64def671fc3756d.file.singlelink.tpl.php on line
227
Warning: Attempt to read property "value" on null in
/home/admssnxp/smarty/en/templates_c/fbb41b938159df723fcd0924c64def671fc3756d.file.singlelink.tpl.php on line
227
">
|
অনিশ্চিত খুবির ভর্তি পরীক্ষা |
অনিশ্চিত হয়ে পড়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। ভর্তি পরীক্ষার অনুষ্ঠিত হওয়ার তারিখ গত ৭, ৮ ও ৯ ডিসেম্বর নির্ধরিত হয়। দেশের চলমান সংঘাতময় পরিস্থিতি বিবেচনা করে ভর্তি পরীক্ষার তারিখ স্থগিত করা হয়।
৩ সেম্বর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামানের সভাপতিত্বে কেন্দ্রীয় ভর্তি কমিটির এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। তবে আগামী কত দিনের মধ্যে ভর্তি পরীক্ষার অনুষ্ঠিত হবে সেই বিষয়ে কোন ধারনা নেই কর্তৃপক্ষের।
|
|
Post Date: 2013-12-25 07:26:05
শিক্ষকদের একাংশ মনে করেন, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোর সাথে তাল মিলিয়ে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনে পরীক্ষা নিয়ে এই সংকট উত্তোরন করা যেতে পারে। তবে দেশের চলমান রাজনৈতিক সংঘাতময় পরিস্থিতিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই বিপুল সংখ্যক ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অবিভাবকদের পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হওয়া নিরাপদ নয় বলে মন্তব্য করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো.ফায়েকউজ্জামান।
এছাড়া ভর্তিচ্ছু শিক্ষার্থীর সংখ্যা বেশী হওয়ায় পরীক্ষা কেন্দ্রের সংখ্যাও বেড়ে বৃদ্ধি পেয়েছে। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের বাইরে আরও চারটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত করার পরিকল্পনা গ্রহন করা হয়েছে। এই জটিলতার কারনে ধাপে ধাপে ছুটির দিনে পরীক্ষা নেয়া অসম্ভব বলে তিনি মনে করেন।